মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে দেখা করতে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন হলিউড সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলি। জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনারের বিশেষ দূত হিসেবে বাংলাদেশ সফরে আসবেন তিনি। বৃহস্পতিবার কানাডার ভ্যানকুভারে বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে আলোচনার সময় নিজের পরিকল্পনার কথা জানান জোলি। তিনি বলেন, যৌন নির্যাতনের শিকার রোহিঙ্গাদের সঙ্গে দেখা করতে তিনি শিগগিরই বাংলাদেশ সফরে আসার কথা ভাবছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে মানবাধিকার নিয়ে কাজ করা জনপ্রিয় এই হলিউড তারকার পরিকল্পনার কথা জানানো হয়। তবে সফরের সময়সূচি বা সফর সম্পর্কে আর কোনো তথ্য সেই বিবৃতিতে জানানো হয়নি। মিয়ানমারের রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যে অসংখ্য নারী ধর্ষণসহ সেনাবাহিনীর নির্মম যৌন সহিংসতার শিকার হয়েছে। এর প্রমাণও পাওয়া গেছে সীমান্ত পেরিয়ে বাংলাদেশেেআশ্রয় নেয়া বহু নারীর দেহ পরীক্ষা করে। জোলি এই সহিংসতার তীব্র নিন্দা জানান।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn