জানুয়ারিতে ফোর-জি
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, আগামী জানুয়ারি মাসে চালু হবে বহুল প্রতীক্ষিত চতুর্থ প্রজন্মের (ফোর-জি) টেলিযোগাযোগ সেবা। বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারানা হালিম। তিনি বলেন, আমরা আনন্দের সঙ্গে বলছি যে, সংশোধিত ফোর-জি লাইসেন্সিং গাইডলাইন এবং তরঙ্গ নিলাম গাইডলাইন অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী। কিছুক্ষণ আগে তা আমাদের হাতে এসে পৌঁছেছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে আর কোনো বাধা নেই এবং আমাদের কার্যক্রম শুরু করে দিতে পারি। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফোর-জি সেবা চালু করা। আমরা অত্যন্ত দ্রুত কাজগুলো করার চেষ্টা করেছি। আমরা বলতে পারি, অপারেটরদের যে কনসার্ন ছিল, মোটামুটিভাবে সবগুলোই অ্যাড্রেস করেছি। এখন আমাদের শুধু লাইসেন্স প্রদান এবং ফি গ্রহণের কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে। গাইডলাইন এখন বিটিআরসিতে পাঠিয়ে দেব। নতুন বছরের উপহার হিসেবে সরকার জনগণকে সেবাটি প্রদান করবে। আশা করছি, নতুন বছরে জানুয়ারিতে সেবাটি জনগণের কাছে পৌঁছে দিতে পারব।