টাংগুয়ার হাওরে অভিযান : লক্ষাধিক টাকার কারেন্ট জাল জব্ধ
তাহিরপুর ::তাহিরপুর উপজেলায় বাংলাদেশের বৃহত্তম মিঠা পানির বিশাল জলাভূমি রামসার সাইট টাংগুয়ার হাওরে এসপি বরকত উল্লাহ খান হঠ্যাৎ অভিযান পরিচালনা করেন। গত বুধবার রাত ৭টা থেকে রাত ১০পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এসময় টাংগুয়ার হাওরে মাছ শিকারীরা অবৈধ ভাবে নিশিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় লক্ষাধিক টাকার কারেন্ট জাল জব্ধ করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাছ শিকারীরা জাল ফেলে পালিয়ে যায়। অভিযান পরিচালনার সময় সাথে ছিলেন, পুলিশ সার্কেল তাহিরপুর কানন কুমার দেবনাথ, সুনামগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহ, তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর, এস আই আমির উদ্দিন। পরে লক্ষাধিক টাকার জব্ধকৃত কারেন্ট জাল আগুনে পুরানো হয়। তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর এঘটনার সত্যতা নিশ্চিত করেন। উল্লেখ্য, টাংগুয়ার হাওরের বিভিন্ন অংশে স্থানীয় মাছ শিকারীরা টাংগুয়ার হাওরের দায়িত্বে থাকা লোকজন কে অর্থে বিনিময়ে ম্যানেজ করে প্রতিদিনই রাতের আধারে কারেন্ট জাল সহ মাছ ধরার বিভিন্ন যন্ত্র দিয়ে মাছ শিকার করে