এরশাদের কর্মীরা ’অফিস আদালতে টেন্ডারবাজি করেনা-এমপি মিসবাহ
সুনামগঞ্জঃ লক্ষণশ্রী ইউনিয়ন যুব সংহতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে সুনামগঞ্জর সদর উপজেলার লক্ষ্মণশ্রী ইউনিয়নে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ। তিনি বলেন, ‘জাতীয় পার্টির নেতা কর্মী তথা পল্লীবন্ধু আলহাজ হোসেন মুহাম্মদ এরশাদের কর্মীরা কোনো অফিস আদালতে টেন্ডারবাজি করেনা। জাতীয় পার্টির কর্মীরা মানুষের কষ্টের কারণ হয় না। জাতীয় পার্টির নেতারা সন্ত্রাসীর মধ্যেমে মানুষকে ভয়ের মধ্যে আবদ্ধ রেখে মানুষকে নিয়ন্ত্রণ করতে চায় না।’ লক্ষণশ্রী ইউনিয়ন যুব সংহতি’র আহবায়ক মো. জুয়েল রানার সভাপতিত্বে ও জেলা যুব সংহতির যুগ্ম-আহবায়ক ও কেন্দ্রীয় যুব সংহতির নির্বাহী সদস্য জসিম উদ্দিন সরকারের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক ও জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মোহাম্মদ আলী খুশনূর, সুনামগঞ্জ সরকারি কলেজ’র সাবেক ভিপি সাইফুর রহমান শামছু, জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক রশীদ আহমদ, জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম-আহবায়ক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন মনির, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাদির, সদর উপজেলা জাপার সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, জাপা নেতা ফারুক মেনর, জেলা যুব সংহতির যুগ্ম-আহবায়ব গোলাম হোসেন অভি প্রমুখ। সম্মেলন শেষে মো. জুয়েল রানাকে সভাপতি ও মো. তাজুদ মিয়াকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।