জীবনের অনেকগুলো বছরই তো একা কাটিয়ে ফেললেন! আবার এমনও অনেকে রয়েছেন যারা বেশ কয়েক বছর ধরেই প্রেমপর্ব চালিয়ে চলেছেন, কিন্তু বিয়ের পিঁড়েতে বসতে চাইছেন না। এমন ‘সিঙ্গল’দের জন্যই সুখবর নিয়ে আসছে ইংরেজি নতুন বছর। এক ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একটি অনলাইন ডেটিং প্ল্যাটফর্ম এমনই কথা বলছে সকল একা মানুষদের জন্য। ‘প্লেনটিঅফফিস’নামে এই অনলাইন ডেটিং সাইট সমীক্ষা চালিয়ে দেখেছে যে, ২০১৮ সালের ৭ জানুয়ারি ব্যস্ততম দিন হবে অনলাইন ডেটিং-এর জন্য। শুধুমাত্র তারিখই নয়, সময়ও বাতলেছে তারা। রাত ৯টার সময় সব থেকে বেশি সংখ্যক সাইন-আপ হবে বলে জানিয়েছে ওই সাইট।

অনলাইন ডেটিং সাইটটির পক্ষ থেকে ৩টি বিশেষ টিপস :

১। প্রচুর মানুষ অনলাইন থাকবেন এই দিন। তাই একজনের সঙ্গে আলাপ করেই থেমে যাবেন না। তবে, কাউকে পছন্দ না হলে, তাকে সত্যি কথা বলে দেওয়াই ভাল।

২। কাউকে ভাল লাগলে তার সঙ্গে আলাপচারিতা চালিয়ে যান। নিজের সম্পর্কে দু-চার কথা জানান। তার সম্পর্কেও জেনে নিন।

৩। প্রথম দিনই নিজের সম্পর্কে সব কথা বলে দেওয়া ঠিক নয়। আরও তো কত সময় পরে আছে, তাড়াহুড়োর কী আছে! তাই সময় নিয়ে ধীরে সুস্থে সব বলাই ভালো। ৭ জানুয়ারি যদি কাউকে মনে না ধরে, তাতে মন খারাপ করার কিছু নেই। বছর সবে শুরু হলো। আগামী দিনেই হয়তো অপেক্ষা করে আছেন আপনার ‘পারফেক্ট ম্যাচ’।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn