দেশীয় শিল্পের চাহিদা বাড়াতে হবে : এমএ মান্নান
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, মেলা দিয়ে নতুন নতুন দেশ খুঁজতে হবে। আমাদের দেশীয় শিল্পের চাহিদা বাড়াতে হবে। আমাদের দেশীয় শিল্প, আমাদের সম্পদ উল্লেখ করে মন্ত্রী বলেন- আমাদের দেশীয় পণ্যকে সবার আগে প্রাধান্য দিতে হবে। দেশীয় পণ্য তৈরিতে নতুন নতুন উদ্যোক্তা খুঁজে বের করতে হবে। এটি করা গেলে স্বনির্ভরতা আসবে। বেকারত্ব সমস্যার সমাধানও হবে। গতকাল রোববার মন্ত্রী সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলা পরিদর্শনকালে এ কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন- সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএমসিআই) সভাপতি হাসিন আহমদ, বাণিজ্য মেলার আহবায়ক আব্দুল জব্বার জলিল, এসএমসিআই’র সহ-সভাপতি হুরায়রা ইফতার হোসেন, সাবেক পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, মেলার সমন্বয়কারী এমএ মঈন খান বাবলু, রাহাত তরফদার, জাহাঙ্গীর হোসেন, আলতাফ হোসেন প্রমুখ। পরে মন্ত্রী মেলায় বেশ কিছু স্টল ঘুরে দেখেন। বিশেষ করে তিনি দেশীয় হস্তলিল্প প্রতিষ্ঠানগুলো ঘুরে দেখেন।