সিলেটে ১৪১ কোটি টাকায় হবে আটটি সেতু
সিলেট বিভাগের সুনামগঞ্জে ১৪১ কোটি ২৫ লাখ টাকায় আটটি সেতু নির্মাণ করা হবে। এ সংক্রান্ত প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি মিলনায়তনে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। প্রকল্পটি হচ্ছে পাগলা-জগন্নাথপুর-রাণীগঞ্জ-আউশাকান্দি সড়কের ক্ষতিগ্রস্ত বেইলী সেতুর জায়গায় সাতটি সেতু এবং নিয়ামতপুর-তাহিরপুর সড়কের আবুয়া সেতুর নদীর উপর সেতু নির্মাণ প্রকল্প। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১৪১ কোটি ২৫ লাখ টাকা।