চান মিয়া-

গরু ছিনতাই থানায় মামলা দায়ের

ছাতকে দু’দিনেও ছিনতাইকৃত ৩টি গরু উদ্ধার হয়নি। ঘটনার পর পুলিশ ছিনতাইকৃত ৫টি গরুর মধ্যে দু’টি গরু উদ্ধার করেছে বলে জানা গেছে। এব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মামলার বাদি কালারুকা ইউপির জামুরাইল গ্রামের মৃত আরব আলীর পুত্র জুয়েল আহমদ বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় একই গ্রামের ইদরিছ আলী ওরফে বেজ ইদরিছের পুত্র আসিক মিয়া, নিম্বর আলী, মাসুক আলী, সিরাজ মিয়া, মৃত মখদ্দুছ আলীর পুত্র সোনা উল্লাহ, আব্দুল্লাহ, সোনা উল্লাহর পুত্র হাবিবুর ও জাবেদ, নিম্বর আলীর পুত্র লায়েকসহ ৩০/৩৫জন লোক তার দু’লক্ষাধিক টাকার ৫টি গরু প্রকাশ্য দিবালোকে রাখালের কাছ থেকে ছিনিয়ে নেয়। এতে পুলিশ তাদের কাছ থেকে ২টি গরু উদ্ধার করলেও ৩টি গরু এখনও উদ্ধার করা হয়নি। পুলিশ উদ্ধারকৃত ২টি গরু স্থানীয় ইউপি সদস্য লিটন মিয়ার জিম্মায় রেখে আসেন। জানা গেছে, জামুরাইল গ্রামের মৃত আঞ্জব আলীর পুত্র আরজ আলীর সাথে হুন্ডির টাকার লেনদেন নিয়ে আসিক মিয়ার সাথে পূর্ববিরুধ চলে আসছে। এনিয়ে একাধিক সালিশ অনুষ্ঠিত হয়। এদিকে আসিক মিয়া এলাকায় হুন্ডি ব্যবসাও মানব পাচারের সাথে জড়িত রয়েছে বলে স্থানীয় লোকজন জানান। ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান জানান, টাকা লেনদেনের বিষয় নিয়ে এঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 বিভিন্ন ইউনিয়নে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী

কূল মহাপ্রভূর বাণী অর্চনার ক্ষেত্রে সর্বদাই ছিল মহা উদাসিন।

ছাতকে বিভিন্ন ইউনিয়ন শাখার উদ্যোগে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আলোচনা সভা ও কেক কাটাসহ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। বৃহস্পতিবার বিকেলে ছৈলা-আফজালাবাদ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন, বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা লুৎফুর রহমান লিটন, মাহবুব আলম, আকরামুল হক, কাজল তালুকদার, জুনেদ আহমদ, সবুজ আহমদ প্রমুখ। এদিকে সন্ধ্যায় উপজেলার কালারুকা ইউপির উজিরপুর (বড়বাড়ি) সংলগ্ন প্রাঙ্গণে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপল্েয ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক

হোসাইন আহমদ পাশার সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা সারওয়ার আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম, ৮নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মনির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঈনুল হোসেন, কালারুকা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজ ছাত্রলীগের সভাপতি তাজ্জামুল হক রিপন, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সাজ্জাদুল হাসান রিমন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ চৌধুরী, উপজেলা ছাত্রলীগ নেতা লুৎফুর রহমান লিটন, মাহবুব আলম, বঙ্গবন্ধু ছাত্র-ঐক্য পরিষদ কালারুকা ইউনিয়ন শাখার উপদেষ্টা রাকিব উদ্দিন বাবলু, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন। এ উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মমিনুর রহমান, ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন, জইন উদ্দিন জয়, রায়হান আহমদ, নুরুল আমিন, মারুফ আহমদ ও বিলাল হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এছাড়া চরমহলা ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালেদ খানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন, বক্তব্য রাখেন জাউয়া বাজার কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিব আহমদ, কলেজ ছাত্রলীগ নেতা লুৎফুর রহমান লিটন, আফজাল হুসাইন, জুবায়ের আহমদ, লায়েক আহমদ,  মাজহারুল ইসলাম প্রমুখ।

সালেহ আহমদ কলেজে জেএসসিতে অভাবনীয় সফলতা

ছাতকে জাউয়া ইউনিয়নের সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজে প্রতিবছরের ন্যায় এবারেও জেএসসি পরিক্ষায় ৩১জনের মধ্যে ২২টি জিপিএ-৫ ও ৯জন জিপিএ সহ পাশের হার ছিল শতভাগ। এভাবে ২০১৬সালে ৪২জনের মধ্যে ২৭টি জিপিএ-৫ ও ১৫জন জিপিএ সহ শতভাগ ফলাফল অর্জন করে। এলাকাবাসির সার্বিক সহযোগিতায় প্রতিবছরে এ প্রতিষ্ঠানে শিক্ষাক্ষেত্রে অশেষ সফলতা অর্জন করছেন বলে জানান অধ্যক্ষ মাহমুদ আলী। এজন্যে প্রতিষ্ঠানের ১৮জন শিক্ষকের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন রায় সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসিসহ প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ননএমপিওভূক্ত একটি প্রতিষ্ঠানে অভাবিত ও ঈর্ষণীয় ফলাফল অর্জন করায় নিশ্চয় তারা প্রশংসার দাবিদার। এদের পরিশ্রমের কথা অনস্বীকার্য।

 সাকিব গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে

ছাতক বহুমূখি মডেল উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরিক্ষায় অংশ নিয়ে আতিকুল হক সাকিব গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। এভাবে প্রাথমিক সমাপণী পরিক্ষায় সাকিব কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে। সে কালারুকা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের বাসিন্দা ও ছাতক বাজারের বিশিষ্ট ব্যবসায়ি আলহাজ্ব এমদাদ আলী ওরফে সাদক আলী ও গৃহিনী শাহানা বেগমের পুত্র। এ কৃতিত্বপূর্ন ফলাফলের জন্যে সে প্রতিষ্ঠানের শিক-শিকিা ও মাতা-পিতার কাছে কৃতজ্ঞ। নিজের ভবিষ্যত উজ্জল কামণায় সাকিব সকলের কাছে দোয়া প্রার্থী।

 শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মোৎসব পালন

ছাতকে ‘মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর’ এ বাণীকে বুকে লালন করে হাজারো ঠাকুর ভক্তদের অংশগ্রহণে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩০তম জন্মোৎসব পালন করা হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দু’দিনব্যাপী অনুষ্ঠিত অনুষ্ঠানে র‌্যালী, ধর্ম সভা, পুরস্কার বিতরণী, শীতবস্ত্র বিতরণ, শুভ অধিবাস কৃত্যাদি, গীতাপাঠ, ঊষা কীর্তন, সমবেত বিনতী প্রার্থণা, অর্ঘ্যাঞ্জলীসহ শুভ প্রনাম-নিবেদন, বিশ্বশান্তি কামনায় নামজপ ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে ভক্তিমুলক গান পরিবেশনা প্রভৃতি। শুক্রবার সকালে ঠাকুরের প্রতিকৃতিসহ বর্ণ্যাঢ্য র‌্যালীতে অংশ গ্রহন করেন, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, প্যানেল মেয়র তাপস চৌধুরী, কাউন্সিলর সুদীপ দে, রনজিৎ চৌধুরী এসপিআর, পরিমল চন্দ্র রায় এসপিআর, সন্তোষ কুমার দাস, উৎসব উদযাপন কমিটির সভাপতি মানিক চন্দ্র দাস, সাধারণ সম্পাদক গোবিন্দ মোহন সরকার, অর্থ সম্পাদক লিটন চন্দ, ব্যবসায়ী স্বপন পাল, চম্পু দত্ত, যীবেশ চক্রবর্তী, শিক রামানন্দ চক্রবর্তী, কবি সঞ্জয় কর, সুমন দাস, কাজল রায়, হারাধন দাস, বিপব চন্দ, জষধীর তালুকদার, ভূপেন্দ্র দাস প্রমুখ। অনুষ্ঠানে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিশুদের পুরস্কার বিতরণ করা হয়। এসময় ধর্মগুরুদের বক্তব্য শ্রবনে হাজারো ভক্ত নর-নারীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ধর্মগুরু বলেন, নশ্বর ভূমন্ডলের আদিকাল থেকে গুরুজপ থেকে প্রমাণিত হয় মানুষ্য প্রজাতি কখনও মৃত্যুঞ্জয়ী হতে পারেনি। কিন্তু এরপরেও মানবকূল মহাপ্রভূর বাণী অর্চনার ক্ষেত্রে সর্বদাই ছিল মহা উদাসিন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn