ঢাবিতে গাঁজা ব্যবসায়ী আটককালে পুলিশের ওপর হামলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে গাঁজা ব্যবসায়ীকে আটক করতে গিয়ে পুলিশের এক সদস্য হামলার শিকার হয়েছেন। মারধরে আহত পুলিশ সদস্য তৌহিদ শাহবাগ থানার এএসআই। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আর মারধরকারী হলো চারুকলা অনুষদের সিরামিক বিভাগের প্রাক্তন ছাত্র সাহাবুদ্দীন। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ থানার এএসআই তৌহিদের নেতৃত্বে একটি টিম চারুকলা থেকে গাঁজা ব্যবসায়ী বাবুকে আটক করে। এসময় তাকে ছাড়িয়ে নিতে সাহাবুদ্দিনের নেতৃত্বে চার-পাঁচ জন ওই টিমের উপরে হামলা করে। হামলায় তার গলায় ও বুকে আঘাত লাগে এবং নেমপ্লেট ভেঙ্গে যায়। পরে থানা থেকে অতিরিক্তি পুলিশ এসে তাদের উদ্ধার করে। এসময় গাঁজা সেবনরত মাসুদ ও রবিন নামের দু’জনকেও আটক করা হয়। তারা রাজধানীর শান্তিনগরের বাসিন্দা। পরে আটককৃতদের ছাড়াতে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের সভাপতি তন্ময় দেবনাথ থানায় যেয়ে পুলিশের সঙ্গে বাজে ব্যবহার করেন। যোগাযোগ করা হলে আহত পুলিশ সদস্য বুকে ব্যাথা উল্লেখ করে কথা বলতে চাননি। তিনি বলেন, আমি সবকিছু ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে বলেছি। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, এ ঘটনায় সাহাবুদ্দীনকে আটক করা হয়েছে। গাঁজা ব্যবসায়ী বাবু ও সাহাবুদ্দীন থানা হাজতে আছে। বাকিদের শনাক্ত করা হচ্ছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমরা এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করবো।