ভারত থেকে চুনাপাথর আমদানী আবারো শুরু
প্রায় দেড় বছর বন্ধ থাকার পর ভারত থেকে চুনাপাথর আমদানী আবারো শুরু হচ্ছে। সোমবার ভারতীয় মেঘালয় রাজ্যের শিলংয়ের রাজাসহ সংশ্লিষ্টদের সাথে ছাতক লাইমস্টোন ইম্পোর্টাস এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রতিনিধি দলের এক ফলপ্রসূ বৈঠকে বাংলাদেশের দু’রুটে চুনাপাথর আমদানীর সিদ্ধান্ত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার ভারতের ইছামতি, বেলতলী রুটে চুনাপাথর রপ্তানী শুরু হবে। জানা যায়, ভারতের মেঘালয়ের হাইকোর্ট একটি রীট আবেদনের প্রেক্ষিতে ‘মাইন বিষ্ফোরণ’র উপর নিষেধাজ্ঞা জারি করলে মেঘালয়ের ফরেস্ট বিভাগ ২০১৫ সালের ৩০ জুলাই থেকে বাংলাদেশে চুনাপাথর রপ্তানী বন্ধ করে দেয়। এতে ছাতকসহ বৃহত্তর সিলেটের চুনাপাথর ব্যবসায়ীদের মধ্যে সৃষ্ট হয় চরম হতাশা। চুনাপাথর আমদানী স্বাভাবিক করতে ছাতক লাইমস্টোন ইম্পোর্টাস এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী ভারতীয় চুনাপাথর সংশ্লিষ্ট উচ্চ পদস্থ কর্মকর্তাসহ মন্ত্রী পর্যায়ে একাধিক বৈঠক করেন। চুনাপাথর আমদানীতে সৃষ্ট জটিলতার অবসান নিরসনে ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ থেকে এফবিসিসিআই’র প্রেসিডেন্ট মাতলুব আহমদের নেতৃত্বে ছাতক লাইমস্টোন ইম্পোর্টাস এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরীসহ একটি প্রতিনিধি দল ভারতে গিয়ে প্রায় সপ্তাহ ব্যাপী চুনাপাথর আমদানীর বিষয়ে একাধিক বৈঠক করেন। প্রায় ১৬ মাস অব্যাহত চেষ্টার পর চুনাপাথর রপ্তানীর বিষয়টি নিশ্চিত হয় ভারতের শিলংয়ের রাজার সাথে বৈঠকের মাধ্যমে। সোমবার শিলংয়ের চীপ কাস্টম কমিশনারের কার্যালয়ে শিলংয়ের রাজা লবরিয়াস শিয়াম রাজার সাথে বাংলাদেশের পক্ষে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্সের রিপ্রেজেন্টেটিভ, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক, ছাতক লাইমস্টোন ইম্পোর্টাস এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরীর ফলপ্রসূ বৈঠকে চুনাপাথর আমদানীতে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটে। চীপ কাস্টম কমিশনার ভারতের ইছামতি ও বেলতলী রুটে আজ বুধবার থেকে চুনাপাথর রপ্তানী করার আদেশ প্রদান করেন।