ছাতকে আ’লীগ নেতার মৃত্যু: এমপি মানিক সহ বিভিন্নমহলের শোক
ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, জাউয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, জাউয়া বাজার ডিগ্রি কলেজ গভর্নিং বডির সদস্য, পাইগাও উচ্চ বিদ্যালয় ও জাউয়া বাজার উন্নয়ন কমিটির সাবেক সভাপতি আতাউর রহমান আতা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহীর রাজিউন……। বুধবার (২৪ জানুয়ারি) ভোর ৪:৩০ মিনিটে সিলেট নর্থ ইস্ট মেডিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম আতাউর রহমান আতার নামাজের জানাজা বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকাল ৫ টায় জাউয়া বাজার ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। শিক্ষানুরাগী, সমাজসেবী এ নেতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ রাজ উদ্দিন, ছাতক উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, বর্তমান যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহিদ মজনু, সৈয়দ আহমদ, গয়াছ আহমদ, মুক্তিযোদ্ধা নুরুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, আফজাল হুসেন, আওয়ামীলীগ নেতা সামসুজ্জামান রাজা, চাঁন মিয়া চৌধুরী, মুক্তিযোদ্ধা কদর মিয়া, কবির উদ্দিন লালা, আরজক আলী, আব্দুল করিম, আব্দুস সামাদ, এডভোকেট আশিক আলী, মোশাহিদ আলী, দৈনিক উত্তর পুর্বের নির্বাহী সম্পাদক তাপস দাশ পুরকাস্থ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তুতা, মহানগর আওয়ামী লীগের সদস্য আব্দুস সোবহান, ইউপি চেয়ারম্যান আওলাদ হুসেন, আব্দুল মছব্বির, আব্দুল হেকিম, সায়েস্তা মিয়া, আবুল হাসনাত, সাবেক ইউপি চেয়ারম্যান সুন্দর আলী, নুরুল হক, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, জাউয়া বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল গফফার, গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউপি আওয়ামীলীগের সভাপতি মখলিছুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল হক, কালারুকা ইউপি আওয়ামীলীগের সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, ভাতগাও ইউপি আওয়ামীলীগের সভাপতি দবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হাসনাত, ছৈলা আফজালাবাদ ইউপি আওয়ামীলীগের সভাপতি ফিরুজ আলী, দক্ষিণ খুরমা ইউপি আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আব্দুল খালিক, দোলারবাজার ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস মিয়া, চরমহল্লা ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল হক, সিংচাপইড় ইউনিয়ন সভাপতি ফারুক আহমদ, ছাতক ইউনিয়নের সভাপতি মাফিজ আলী, উত্তর খুরমা ইউনিয়ন সভাপতি ফজর উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এম. রশীদ আহমদ, ছাতক উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুরাদ হুসেন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ওয়াদুর রউফ বাবলু, সাধারণ সম্পাদক আব্দুস শহীদ, সহ-সভাপতি মুহিবুর রহমান তালুকদার টুনু, আবু সামা রাসেল, রাসেল আহমদ, সাকের রহমান বাবুল, যুগ্ম সম্পাদক কবির আহমদ সেবুল, আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক ময়নুল হক, মঞ্জুর আলম, এনামুল হক, রাসেল হুসেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ উন্নয়ন সম্পাদক আবু জাহিদ মোঃ আব্দুল গফফার, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হুসেন, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান বাবলু, মাহবুব আলম প্রমুখ। এক শোক বার্তায় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, মরহুম আতাউর রহমান ছিলেন এ অঞ্চলের রাজনীতি তথা শিক্ষা ও সমাজ সেবায় এক উজ্জ্বল নক্ষত্র। উনি আজীবন এ অঞ্চলের মানুষের অধিকার আদায়ের জন্য রাজনীতি করে গেছেন। উনার মৃত্যুতে যে শূন্যস্থান তৈরি হলো, সেটি নিঃসন্দেহে অপূরণীয়। তিনি মরহুমের আত্নার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।