রাজনীতিতে সব দল ও মতের সৌহার্দ্যপূর্ণ অবস্থান নিশ্চিত করতে হবে
আকরাম উদ্দিন-
আজকের তরুণরাই আগামিতে দেশের নেতৃত্ব দেবেন। তারুণ্যের শক্তি সকল অশুভ-অন্ধকারকে রুখে দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেবে। কিন্তু নানা কারণে রাজনীতির প্রতি তাঁদের অনিহা লক্ষ্য করা যায়। তাই রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ বাড়াতে হবে। রাজনীতিতে সব দল ও মতের মানুষের সৌহার্দ্যপূর্ণ অবস্থান নিশ্চিত করতে হবে। বুধবার সুনামগঞ্জে ‘শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে তরুণ নেতৃত্বের বিকাশ ও অংশগ্রহণ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল নামের একটি আন্তর্জাতিক সংস্থা পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে এই আলোচনার আয়োজন করে। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের লোকজন অংশ নেন। আলোচনায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের সিলেট বিভাগের জ্যেষ্ঠ আঞ্চলিক ব্যবস্থাপক সুদীপ্ত চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অ্যাড. আপ্তাব উদ্দিন আহমদ ও অ্যাড রইছ উদ্দিন, মুক্তিযোদ্ধা আলী আমজাদ, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, সিলেট জেলা বিএনপির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আইনজীবী খালেদ জুবায়ের, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য ফৌজি আরা বেগম ও অ্যাড. আবদুল আজাদ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, সিলেটে সংগঠনের রাজনৈতিক ফেলো আবদুল কাইউম ও তারান্নুন ফেরদৌসী প্রমুখ। এই উদ্যোগের প্রশংসা করে ব্যারিস্টার ইমন তাঁর বক্তব্যে বলেন, ‘নবীন-প্রবীণের নেতৃত্বের সমন্বয়ে রাজনৈতিক দল পরিচালিত হবে। তারুণ্য শক্তিকে কাজে লাগাতে হবে। ব্রিটিশবিরোধী আন্দোলন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধসহ সব আন্দোলন-সংগ্রামে তরুণরাই মূল ভূমিকা রেখেছেন। তরুণরাই এই দেশেকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নেবেন। এ জন্য যে কোনো দলেই তরুণদের কাজের সুযোগ করে দিতে হবে। না হলে তারা উৎসাহ হারিয়ে ফেলবেন। এ ক্ষেত্রে তরুণদেরও দক্ষতা অর্জন করতে হবে।