বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে সুনামগঞ্জে একটি নতুন সীমান্ত হাট হচ্ছে। হাটের সম্ভাব্য স্থান সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী সায়েদাবাদ এবং ভারতের মেঘালয় রাজ্যের ইস্ট খাসিয়া হিল জেলার নালিকাটা এলাকা। এ হাটের প্রস্তাবিত নাম ‘‌সায়েদাবাদ-নালিকাটা বর্ডার হাট’ এর আগে, ২০১২ সালে সুনামগঞঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ডলুরা এবং ভারতের মেঘালয় রাজ্যের শিলং সাব-ডিভিশনের লালাপানি এলাকার শূন্যরেখায় একটি বর্ডার হাট বসে।  জানা গেছে, তাহিরপুর উপজেলা সীমান্তে হাট বসানোর ব্যাপারে বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিরা সম্প্রতি বৈঠক করেছেন।  সুনামগঞ্জ চেম্বারের পরিচালক নুরুল ইসলাম বলেন, সুনামগঞ্জে দ্বিতীয় হাটটি চালু হলে দুই দেশের লোকজনই উপকৃত হবেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn