দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি ঘৃণা নিয়ে বড় হচ্ছে একটি প্রজন্ম
আমাদের শিক্ষা ব্যবস্থার আরকেটি চরম দূর্ভাগ্য হলো বোর্ড ফাইনাল চলাকালীন সময়ে বিরোধী দলগুলোর হরতাল।পরীক্ষা চলাকালীন সময়ে হরতালের এই সংস্কৃতি বেশ পুরানো।১৯৯৫ সালে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে তৎকালীন বিরোধী দল আওয়ামীলীগ ৮ দিন হরতাল ডেকেছিল।১৯৯৬ সালের এইচএসসি পরীক্ষা আওয়ামীলীগের অবরোধে পিছিয়ে যায় ৩ মাস।২০০৫ সালের এইচএসসি পরীক্ষাও হরতালে পেছাতে হয় কয়েকবার।বেশ কয়েকবছর বন্ধ থাকার পর আবার শুরু হয় এই অপসংস্কৃতি। ২০১৩ সালের এইচএসসি পরীক্ষা ঘূর্ণিঝড় মহাসেনের কারণ ছাড়াও বিএনপি জোটের হরতালে পেছাতে হয় দুবার। একই বছরের নভেম্বরের অনুষ্ঠিত জেএসসি ও জেডিসি পরীক্ষা পেছাতে হয় জামাায়তের হরতালে। ২০১৪ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষা ও একই কারণে পেছাতে হয়। একই বছরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি পরীক্ষাও পেছানো হয় জামায়াতের ডাকা হরতালে।২০১৫ সালের বিএনপি জোটের অবরোধে পেছানো হয় এসএসসি পরীক্ষা। সর্বশেষ জামায়াতের ডাকা হরতালে ১০১৬ সালের এইচএসসি পরীক্ষা পেছানো হয় দুবার। তাই চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষার উপর শুধু প্রশ্ন ফাঁস নয় অভিশাপ হয়ে আছে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি।৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার মামলার রায় ঘোষণা কে কেন্দ্র করে আবার উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনীতি। আবার দেখা দিয়েছে হরতালের আশংকা। হরতাল ডাকা রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার। কিন্তু লক্ষ লক্ষ শিক্ষার্থীর অধিকার হরণ করে এ কেমন গণতন্ত্রের চর্চা। এভাবে প্রশ্ন ফাসঁ ও হরতাল অবরোধে পরীক্ষা পেছানো হলে পরীক্ষার্থীদের মন মানসিকতা ও চেতনায় নেতিবাচক প্রভাব পড়ে। তাই কাকের মত চোখ বন্ধ না করে প্রশ্ন ফাসঁ হয়নি বলে মিথ্যাচার না করে শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত প্রশ্ন ফাঁস বন্ধ করতে যথাযথ ব্যবস্থা নেয়া এবং জড়িতদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা। হরতাল ডাকার সময় দেশের রাজনৈতিক দলগুলোর উচিত লক্ষ লক্ষ দেশের ভবিষ্যত কর্ণধার পরীক্ষার্থীদের কথা মাথায় রাখা। আগামীর বাংলাদেশ ত তাদের হাতেই।
লেখক,শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়