সুনামগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের ২১ নেতাকর্মী আটক হয়েছে। মঙ্গলবার ভোর থেকে বিকাল ৪টা পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের ধরতে পুলিশের চালানো অভিযানে তারা আটক হন।  পুলিশ সূত্র জানায়, আগামী ৮ জানুয়ারি খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির আশঙ্কা সারাদেশে গ্রেফতার অভিযানের অংশ হিসাবে সুনামগঞ্জেও এই অভিযান চালানো হয়েছে।  আটক ১৯ নেতাকর্মীর মধ্যে সদরের ৪ জন, ছাতকের ৩ জন, জগন্নাথপুরের ২ জন, দোয়ারাবাজারের ৩ জন, বিশ্বম্ভরপুরের ৩ জন, দিরাইয়ের  ২, জামালগঞ্জে ৩ জন এবং শাল্লা থানায় একজন রয়েছেন।  মঙ্গলবার দুপুর ২টায় সুনামগঞ্জ জেলা শহরের বিভিন্ন স্থান থেকে আটককৃতদের মধ্যে অন্যতম হলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদকের ভাই যুবদল নেতা হাফিজুল ইসলাম রাজু এবং যুবদলের অপর দুই নেতা অলিউর রহমান অলি ও সিরাজুল ইসলাম।  সুনামগঞ্জের  অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জানান, আটককৃতরা অতীতে বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ডে জড়িত ছিল। তারা আগামী ৮ ফেব্রুয়ারি ফের নাশকতা সৃষ্টি করতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn