৮ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন আরাফাত
প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচে ৫ উইকেট নিয়ে নিজের আগমনী বার্তা জানান দিয়েছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচেই রীতমত ইতিহাস গড়লেন ইয়াসির আরাফাত মিশু। নিয়েছেন ৮টি উইকেট। অবাক করে দিয়েছেন পুরো ক্রিকেট দুনিয়াকে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তার জাদুতে মাত্র ১১৩ রানে গুটিয়ে যায় আবহানী। গাজী গ্রুপ ক্রিকেটার্সের আরাফাত একাই নেন ৮টি উইকেট। আর এই ৮ উইকেট নিয়ে তিনি গড়েন ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে প্রথম বোলার হিসেবে লিস্ট এ ক্রিকেটে ৮ উইকেট নিলেন তিনি। আর ক্রিকেট ইতিহাসের মাত্র ১১তম খেলোয়ার হিসেবে ৮ উইকেট নিলেন বাংলাদেশি এই তরুণ। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড ছিল আব্দুর রাজ্জাকের অধিকারে। ২০০৩-০৪ মৌসুমে ঢাকায় জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ১৭ রানে ৭ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই স্পিনার। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন আরাফাত।