মেসেজ ফিচারে পরিবর্তন আনলো হোয়াটসঅ্যাপ
bartaadmin
মার্চ ১৯, ২০১৮
মেসেজ ফিচারে পরিবর্তন আনলো হোয়াটসঅ্যাপ২০১৮-০৩-১৯T২২:৩৩:২৯+০০:০০
তথ্যপ্রযুক্তি, শিরোনাম, সর্বশেষ, সর্বাধিক পঠিত
নতুন ফিচার আনার ক্ষেত্রে বেশ এগিয়ে হোয়াটসঅ্যাপ। গত সপ্তাহেই ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচারটি আপডেট করেছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ। জানানো হয়, ৭ মিনিটের মধ্যে নয়, ব্যবহারকারীরা ১ ঘণ্টা ৮ মিনিট ১৬ সেকেন্ডের মধ্যে মেসেজ ডিলিট করতে পারবেন। এবার সেই ফিচারেও পরিবর্তন আনলো হোয়াটসঅ্যাপ।জানা যাচ্ছে, ‘ব্লক রিভক রিকোয়েস্ট’ নামে নতুন একটি ফিচার নিয়ে আসার পরিকল্পনা করেছে হোয়াটসঅ্যাপ। এই ফিচারটি ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচারের অপব্যবহার বন্ধে ব্যবহার করা যাবে। যখন কোনও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ডিলিট ফর এভরিওয়ান ফিচার ব্যবহার করে সকলের জন্য কোনও মেসেজ মুছে ফেলবেন, তখন হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে তাঁকে একটি মেসেজও পাঠানো হবে।হোয়াটসঅ্যাপের পাঠানো সেই মেসেজে মুছে ফেলা মেসেজের একটি আইডি থাকবে। তখন ব্যবহারকারী চাইলে ‘ব্লক রিভক রিকোয়েস্ট’ ফিচারের মাধ্যমে সেই মেসেজ ফিরিয়ে নিয়ে আনতে পারবেন।মনে করুন, আপনি কোনও ব্যক্তিকে মেসেজ পাঠিয়েছেন। সেই মেসেজ ডিলিট ফল এভরিওয়ান ফিচারের মাধ্যমে ডিলিট করে দিয়েছেন। ডিলিট করার সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ যাঁর মেসেজ আপনি ডিলিট করলেন, তাঁকে মুছে ফেলা মেসেজের আইডি দিয়ে একটি মেসেজ পাঠাবে। তখন সেই ব্যক্তি চাইলে আপনার ডিলিট করা মেসেজ ফিরিয়ে আনতে পারবেন।
সংবাদ টি পড়া হয়েছে :
২৫৩ বার