ভালোবাসার গল্প
কত বিচিত্র ভালোবাসার রঙ মানুষের জীবনজুড়েই। আমরা ভালোবাসতেই ভালোবাসি, কেউ পূর্ণতায়, কেউবা অপূর্ণতায়। শূন্যস্থান তবে কেন জায়গা নেয়?মানুষ নিজের মতো ভালোবাসতে চায়, নিজের মতো ভাবতে চায়, নিজের মতো করেই অন্যকে দেখতে চায় তার আয়নায়। খটকাটুকু সেখানেই। ভালোবাসার মানুষগুলো অন্যকে অন্যের মতো করে ভালোবাসতে স্বাধীনতা দিতে পারে না কেন যেন। হারানোর ভয় সেখানে বড় বাধা হয়ে দাঁড়ায় জীবনবহতায়। কেউ ধাক্কা খেয়ে শেখে, কেউ ভালোবাসা পেয়েও হারিয়ে শেখে, কেউবা খুব একা হয়ে শেখে, কেউবা ভীষণ আঘাতে স্তব্ধ হয়ে যায়, কত কী হয় এই ভালোবাসায়।জীবনযাপনের অভ্যস্ততারও ভালোবাসার ব্যাপার রয়েছে। দুই জন মানুষ এক জানালা দিয়ে একই বিষয় দেখে না, কেউ আকাশ দেখে, কেউবা দেখে পথ! কারণ দুই জন মানুষের বেড়ে ওঠা সম্পূর্ণ আলাদাভাবেই। তাই দেখার দৃষ্টি যখন এক হয় ভালোবাসায়, তখন কেউ একজন অন্যের মতো নিজেকে তৈরি করে নেয়। তৈরি হওয়া মন সুখী থাকে ততক্ষণ, যতক্ষণ সাবলীল থাকে কথোপকথন। নিজস্ব আশ্রয়ের আস্থাটুকু না থাকলে বাধাটা নিজের মনেই তৈরি হয়। নিজেকে মানসিকভাবে সাবলম্বী করতে পারলে অস্থিরতা ভালোবাসাকে ধরে রাখতে পারে না। আর তখনই নিজেকে খোঁজার বেদনায় সাবলীলতা হারায়। আর হারায় বলেই পুরিপূর্ণতার ভালোবাসা নিয়েই দ্বন্দ্ব শুরু হয়।
ভালোবাসা আসলে নিজের স্বচ্ছ আয়না। ভালোবাসতে মন একাই এক গতিতে চলে। ভালোবেসে যায়, সমঝোতা করে, দায়িত্ব নেয়। ভালোবাসায় কোনও তর্ক চলে না। ভালোবাসা একটা গতি, তাকে তার মতো করেই ভালোবাসতে হয়। মা সন্তানকে ভালোবাসবেই শর্তহীন, দম্পতি ভালোবাসবেই বন্ধনে। আবার কেউ ভালোবাসবে একা একাই, কেউবা সারাজীবন ভালোবাসার অতৃপ্তিতেই রয়ে যাবে। তাই হয়তো ভালোবাসার জন্যই মানুষ ছুটে চলে আপন গতিতে, যার যার অভিজ্ঞতায় ও চেতনায়। সারাজীবনের ছোট ছোট ভালোবাসাগুলোকে ধরতে হয় প্রজাপতির মতো অকৃত্রিমতায়। আসলে হাতের ওপর হাত রাখলেই হাতে হাত রাখা হয় না! তার জন্য সাবলীল প্রতিদিনের হাতে রাখা হাতটা বহন করতে শেখাটাই ভালোবাসা।
লেখক: সংগীতশিল্পী