আমিনুল হক– প্রবাসে দলমতের উর্ধে এসে নিজ এলাকার উন্নয়নে কাজ করতে হবে | নিজের এলাকার উন্নয়ন হলে এমন করে গোটা বাংলাদেশের উন্নয়ন সম্ভব | এজন্য সকল প্রবাসী কে ঐক্যের ছায়াতলে আসতে হবে। সংযুক্ত আরব  আমিরাতে প্রবাসী হবিগঞ্জ সদর ইউনিটি এর অভিষেক অনুষ্টানে এসব বলেন বক্তারা| উক্ত অভিষেক অনুষ্টানে সংগঠনটির ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার শারজাহের একটি হোটেলে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জিতু আহমেদ | বাবু গৌতম ঘোষ ও শাহজাহান মিয়ার যৌথ সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম | প্রধান বক্তা ছিলেন প্রবাসী হবিগঞ্জ শিক্ষা উন্নয়ন সংস্হার সভাপতি  বাবু রাখাল কুমার গোপ | বিশেষ অতিথি ছিলেন কমান্ডেন্ট মানিক চৌধুরীর ছেলে এডভোকেট ফয়জুল বসীর চৌধুরী সুজন, প্রবাসী হবিগঞ্জ শিক্ষা উন্নয়ন সংস্হার প্রধান উপদেষ্টা সি.আই.পি. মোঃ আশিক মিয়া, ছাত্রনেতা মুকিদুল ইসলাম মুকিদ, সদর ইউনিটির প্রধান উপদেষ্টা সালেহ আহমেদ তালুকদার, প্রবাসী বাহুবল সমিতির সভাপতি আব্দুল জলিল উজ্জ্বল, বি-বাড়িয়া সমিতির সভাপতি শাহ্‌ মোঃ মাকসুদ, প্রবাসী হবিগঞ্জ শিক্ষা উন্নয়ন সংস্হার সাধারণ সম্পাদক প্রকৌ: মো: তৈয়ব আলী তালুকদার, হবিগঞ্জ ইউনিটি আজমান শাখার সভাপতি প্রকৌ: কামরুল ইসলাম, প্রবাসী হবিগঞ্জ শিক্ষা উন্নয়ন সংস্হার সহ-সাধারণ সম্পাদক  আব্দুল আওয়াল। আরো বক্তব্য রাখেন মীর খোকন, হবিগঞ্জ ইউনিটি আজমান শাখার সাধারণ সম্পাদক হারুনুর রশীদ রঙ্গু, শেখ ইমরান,  শেখ লুৎফুর রহমান, বচন মিয়া তালুকদার, সিজিল মিয়া, মামুন আহমেদ, নোমান আহমেদ, সুহেল মিয়া, আমজাদ মিয়া সহ আরো অনেকে |
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn