ছাতকে মাদকবিরোধী অভিযানে আটক ২২
ছাতক :: দেশব্যাপী মাদকের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে ছাতকে মাদক বিক্রেতা – সেবনকারী ও জুয়াড়িসহ বিভিন্ন মামলার আসামীসহ ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ৩ দিনে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) দোলন মিয়া ও থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (অপারেশন) কাজী গোলাম মোস্তফার নেতৃত্বে ২৭মে রোববার থেকে টানা ৩দিন বিশেষ অভিযান চালিয়ে পৌর শহরের বাগবাড়ি মহল্লার কলিন্দ্র করের পুত্র জকর (২৫), একই গ্রামের মৃত মনফর আলীর পুত্র কাজল (২৬), মনফর আলীর পুত্র মিজান মিয়া, দক্ষিন বাগবাড়ি এলাকার সমঝুন নূরের পুত্র সাকিব মিয়া (২৪), মন্ডলীভোগ মহল্লার উদয় করের পুত্র মঙ্গল শব্দ কর (৩৫), চরের বন মহল্লার হাবিব উল্ল্যাহর পুত্র জাহাঙ্গীর্। উপজেলার সিংচাপইড় ইউনিয়নের জিয়াপুর গ্রামের আশকর আলীর পুত্র আবিদ আলী (৪৮), চরমহল্লা ইউনিয়নের চরচৌলা গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র ইব্রাহীম আলী, জালালীচর গ্রামের সেলিমের পুত্র রুবেল, জাউয়াবাজার ইউনিয়নের কিদ্রাকাপন গ্রামের শাহজাহান মিয়ার পুত্র দেলোয়ার হোসেন, বড়কাপন গ্রামের খালিক মিয়ার পুত্র আয়ুবুর রহমান, বাদেশ্বরী গ্রামের আরজু মিয়ার পুত্র নাজমুল হক (৩৫), গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের পিরপুর গ্রামের অনু দাসের পুত্র কাজল দাস। কালারুকা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের শফর আলীর পুত্র আশিদ আলী (৪২), আলত্ব আলীর পুত্র নানু মিয়া, সোনা মিয়ার পুত্র নুরুল আমিন, মৃত বশির উদ্দিনের পুত্র ছমির উদ্দিন, আব্দুস ছত্তারের পুত্র আব্দুল মতিন, সোনা মিয়ার পুত্র নুর মিয়া, মৃত বানু লাল সরকারের পুত্র মিলন লাল সরকার, মৃত সফর আলীর পুত্র সিরাজ উদ্দিন, উপজেলার ব্রাক্ষনগাঁও গ্রামের মজির উদ্দিনের পুত্র জাবেদ মিয়া ও একই গ্রামের আলাল মিয়ার পুত্র জাহেদ মিয়াকে গ্রেফতার করে থানা পুলিশ। আটককৃতদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) দোলন মিয়া জানিয়েছেন।