জানুয়ারির শেষ সপ্তাহে ডাকসু নির্বাচনের তফসিল!
জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ঘোষণা হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল। ডাকসু নির্বাচন পরিচালনা জন্য নিযুক্ত প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান রবিবার (২০ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানিয়েছেন। বিষয়টি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলার দায়িত্বে থাকা একজন সিনিয়র শিক্ষকও একই তথ্য নিশ্চিত করেছেন। প্রধান রিটার্নিং অফিসার বলেন, ‘আগামী সপ্তাহের শেষের দিকে অথবা এর পরের সপ্তাহের প্রথম দিকে আমরা ডাকসুর তফসিল ঘোষণা করতে পারবো বলে আশা করছি।’ তিনি জানান, আগামী ৭ থেকে ৯ দিনের মধ্যে তফসিল ঘোষণা করা হতে পারে। এই হিসেবে চলতি জানুয়ারির শেষ সপ্তাহেই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সিনিয়র একজন শিক্ষক বলেন, ‘আগামী সপ্তাহে তফসিল ঘোষণার খুবই সম্ভাবনা আছে। তবে মার্চের মধ্যে ডাকসু নির্বাচন হবে এটি মোটামুটি নিশ্চিত বলা যাচ্ছে। কিন্তু নির্বাচনের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।’