সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেছেন, সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার তাহিরপুর হচ্ছে মুক্তিযুদ্ধের অন্যতম চারণ ভূমি।’ তিনি বলেন,‘বর্তমান সরকারের আমলে রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট সহ শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। সরকারের উন্নয়ন কর্মকান্ড ব্যাপকভাবে প্রচারণার মাধ্যমে জনগণকে জানাতে হবে। তাহলেই দল ও দেশের মঙ্গল হবে এবং দেশদ্রোহী অপশক্তিগুলোকে রোধ করা যাবে। অন্যথায় আমরা সেই অপশক্তিদের হাত থেকে কেউই রক্ষা পাব না।’ তিনি বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।
মঙ্গলবার দুপুরে যাদুকাটা নদীর উপর ৭৫০ মিটার পিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের প্রাথমিক লে-আউট উদ্বোধন শেষে যাদুকাটা নদী তীর সংলগ্ন বিন্নাকুলি বাজারে সভায় এসব কথাগুলো    বলেন সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।  তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার প্রকৌশল অদিধপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ইসমাইল হোসেন, সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান, তাহিরপুর উপজেলা প্রকৌশলী মুহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলী মর্তূজা, হাজী আলখাছ উদ্দিন খন্দকার, মোশারফ হোসেন, বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, জেলা আওয়ামীলীগ নেতা করুনা সিন্ধু চৌধুরী বাবুল, মোবারক হোসেন, হায়দার চৌধুরী লিটন, উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ফরিদ গাজী, দলীয় নেতা জাহের আলী, নুরুল হক মাস্টার প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn