নুসরাত ও প্রিয়াংকার খুনিদের বিচার দাবি
একে কুদরত পাশা– ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের নারীনেত্রীদের সভায় মাদ্রাসা ছাত্রী নুসরাত এবং সুনামগঞ্জের মেয়ে ডা. প্রিয়াংকা হত্যার সাথে জড়িততের ফাঁসি দাবি করা হয়েছে। তারা বলেন, যৌন হয়রানি এবং নারী নির্যাতন এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ঘরে, পথে, ঘাটে, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্র সর্বতই যৌন হয়রানির শিকার হচ্ছেন নারীরা। এ থেকে পরিত্রানের উপায় খোঁজতে হবে। তারা ফেনির মাদ্রাসা ছাত্রী নুসরাতের খুনিদের এবং ডা. প্রিয়াংকা তালুকদার শান্তার খুনিদের ফাাঁসি দাবি করেন। রোববার নারী নেত্রী নুরজাহান বেগমের সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ দক্ষিণ খুরমা ইউনিয়ন সমন্বয়কারী হারান চন্দ্র ধরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নারী নেত্রী কামরুন্নাহার, আশরাফুল নেছা, রাবিয়া বেগম, ফুলমালা বেগম, বিভা রানী দাশ, শেলী চৌধুরী, রুমেনা আক্তার, বাসন্তী রানী দাস প্রমূখ।
সভায় নারী নেত্রীরা সিদ্ধান্ত নেন তারা জনসচেতনতা বৃদ্ধির জন্য দক্ষিণ খুরমা ইউনিয়নে কারা যৌন হয়রানির শিকার হন, কারা এবং কেন যৌন নির্যাতন করে, যৌন হয়রানির বিভিন্ন ধারন, যৌন হয়রানির ফলে সৃষ্ট সমস্যা, যৌন হয়রানির প্রতিকার, এবং সমাজ সচেতন নাগরিক হিসেবে আমরা কি করতে পারি এ বিষয়ে ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে উঠান বৈঠকের আয়োজন করবেন