ঢাবিতে কোরিয়ান-বাংলা কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসির) পায়রা চত্বরে আজ অনুষ্ঠিত হবে ‘কোরিয়ান-বাংলা কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম ২০১৯’।ব্র্যাক ইন্টারন্যাশনাল অ্যান্ড ইউনিক ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজের আয়োজনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহযোগিতায় অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠান। সোমবার বেলা সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে (ডুজা) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডাকসুর সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার। আসিফ তালুকদার বলেন, ভিন্নধর্মী সংস্কৃতির সঙ্গে আমাদের সংস্কৃতিকে পরিচিত করানোর লক্ষ্যেই এই আয়োজন। আমরা মনে করি এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে ভিন্ন সংস্কৃতির জ্ঞান বৃদ্ধির দ্বার উন্মোচিত হবে। তিনি আরও জানান, দক্ষিণ কোরিয়ার হ্যাংসু বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহণ থাকবে এ আয়োজনে। ডাকসুর তত্ত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে এতে অংশগ্রহণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ, মাইম অ্যাকশান, ব্যান্ড সোসাইটিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।