বার্তা ডেস্ক :: কিছু নথিপত্র খুব দ্রুত পান। বিমানবন্দর কিংবা স্টেশনে থাকলেও পান। কিন্তু গ্রামের রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ ও মাদরাসা নির্মাণের মতো নথিগুলো তাঁর কাছে অনেক দেরিতে পৌঁছায় বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রণালয়ের ‘কার্যক্রম বিভাগে একটি নতুন ডিজিটাল ডাটাবেজ সিস্টেম স্থাপনের মাধ্যমে উন্নয়ন বাজেট ব্যবস্থাপনা পদ্ধতি শক্তিশালীকরণ’ প্রকল্পের ওপর আয়োজিত এক কর্মশালায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এম এ মান্নান বলেন, ‘আমি স্টেশনে গেলেও ফাইল পাই, এয়ারপোর্টে গেলেও ফাইল পাই। আমি এতে কিছু মনে করি না। আমার কাছে ওই ফাইলগুলো যায়, অন্য ফাইলগুলো যায় না। কিন্তু আমি চাইব, অন্যান্য যেমন- কালভার্ট, স্কুল, কলেজ, মাদরাসার ফাইলগুলোও যেন দ্রুত আসে। এতে আপনি পূণ্য পাবেন, আমি আনন্দ পাব।’ তিনি আরো বলেন, ‘আপনারা আমার কাছে যেকোনো সময় ফাইল নিয়ে আসতে পারেন। এমনকি আমি ওয়াশরুমে থাকলেও। আমি স্বাক্ষর করব। কিন্তু জনগণের উপকার যেন হয়।’ সৌজন্যে : কালের কণ্ঠ

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn