তাহিরপুর  :: তাহিরপুরে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের শ্রেনী কক্ষে ঢুকে অতর্কিত হামলা ও নির্যাতনের প্রতিবাদে তোফাজ্জাল নামে এক বখাটে কে গ্রেফতারের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।  সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাদাঘাট বাজারের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের মাঠে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।  মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও শিক্ষক, অভিবাবক ও এলাকাবাসী অংশগ্রহন করেন।  মানববন্ধনে শিক্ষার্থীরা আগামী ২৪ ঘন্টার মধ্যে বখাটে তোফাজ্জল কে গ্রেফতার করে কঠিন শাস্তি দাবি জানান। না হয় পরীক্ষা ও ক্লাশ বর্জনসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন শিক্ষার্থীরা।  বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও অভিবাবকদের আয়োজনে, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুই ইসলাম দানু প্রমুখ।

প্রসঙ্গত, তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে নকলে বাধা দেয়ায় শ্রেণি কক্ষে ঢুকে রবিবার সকাল ১১টার দিকে বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালে এক শিক্ষককে নির্যাতন করে তোফাজ্জল নামে এক বখাটে। এসময় অন্য শিক্ষকরাও এগিয়ে আসলে তাদের উপরও অর্তিকিত হামলা চালায় সে। তোফাজ্জল বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও কামড়াবন্ধ গ্রামের আবু তাহের মিয়ার ছেলে। বিদ্যালয় সুত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা চলছে। রবিবারও ছিল বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা। পরীক্ষায় অংশগ্রহনকারী কয়েকশত শিক্ষার্থীর মধ্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবু তাহের মিয়ার নাতি ৮ম শ্রেণি পড়ূয়া শিক্ষার্থী পারভেজ মিয়া পরীক্ষায় অংশগ্রহন করে। পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষার্থী পারভেজ মিয়া বাহির থেকে নকল নিয়ে পরীক্ষায় খাতায় লিখছিল। সে সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাজেদুল ইসলাম তা দেখতে পেয়ে তাকে বাধা দেন। একপর্যায়ে বাধ্য হয়ে তার পরীক্ষার খাতা নিয়ে নেন শিক্ষক মাজেদুল ইসলাম। শিক্ষক খাতা নিয়ে যাওয়ার কারণে বিদ্যালয় থেকে বের হয়ে পরীক্ষার্থী পারভেজ মিয়া বাড়িতে গিয়ে বিষয়টি জানায়। বখাটে তোফাজ্জলল ঘটনা শুনে তাৎক্ষনিক বিদ্যালয়ে এসে পরীক্ষার হলে ঢুকে শিক্ষক মাজেদুল ইসলামকে নির্যাতন করে। এসময় অন্য শিক্ষকরা এলে তাদের উপরও অতর্কিত হামলা করে। বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিুকল ইসলাম ধানু বলেন, নকলে বাধা দেয়ার জেড় ধরে বখাটে তোফাজ্জল এঘটনাটি ঘটিয়েছে।  তিনি বলেন, সকল শিক্ষার্থীরা আগামীকাল (মঙ্গলবার) কালো ব্যাজ ধারণ করে এর প্রতিবাদ জানাবে। বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিজাম উদ্দিন জানান, শিক্ষককে মারধেরের ঘটনায় বখাটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn