প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ
বিশ্বকাপে মাশরাফি ও সাইফউদ্দিন বেশ কয়েকটি ম্যাচে নতুন বলে বোলিং করেছেন। তাদের কেউই নেই শ্রীলঙ্কা সিরিজে। মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও তাসকিন আহমেদের মতো তরুণদেরই নিতে হবে নতুন বলের দায়িত্ব। মোস্তাফিজ ভারত ও পাকিস্তানের বিপক্ষে শেষ দুই ম্যাচে ১০ উইকেট নিয়ে ছন্দে আছেন। বিসিবি একদশের হয়ে ভারতের খেলতে গিয়ে তাসকিন ভালো করেছেন, এক ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। সব মিলিয়ে তরুণ এই পেসাররা নতুন বলে ভালো করতে পারলে দুশ্চিন্তা দূর হবে টিম ম্যানেজমেন্টর। বিশ্বকাপ দলের চারজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ কেমন করে সেটার ড্রেস রিহার্সেল হবে একমাত্র প্রস্তুতি ম্যাচে। সিরিজ শুরুর আগে হোটেল তাজ সমুদ্রে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন দুই অধিনায়ক দিমুথ করুণারত্নে ও তামিম। দুই দলই বিশ্বকাপের অতীত ভুলে সিরিজিটি ভালো করতে মুখিয়ে আছেন। এখন দেখার বিষয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শেষ হাসি হাসেন কে?