আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ২৮
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। এর মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। বুধবার (৩০ জুলাই) রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে আফগান কর্মকর্তারা জানান। এই হামলার পেছনে তালেবান রয়েছে কি না, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ফারাহ প্রদেশের মুখপাত্র মুহিবুল্লাহ মুহিব বলেন, কান্দাহার-হেরাত মহাসড়ক ধরে চলার সময় রাস্তার পাশে পুঁতে রাখা ওই বোমার বিস্ফোরণে বাসটি ক্ষতিগ্রস্ত হয়। নিহত হয় অন্তত ২৮ জন। আহত ১০ জন। ফারাহ গভর্নরের মুখপাত্র ফারুক বারাকজাই জানান, নিহত ব্যক্তিদের সবাই বেসামরিক ব্যক্তি। বেশির ভাগই নারী ও শিশু। মৃত মানুষের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করে কোনো বক্তব্য দেয়নি তালেবান।
মাত্র এক দিন আগে জাতিসংঘ ১৮ বছরের আফগানিস্তান যুদ্ধের সমাপ্তি টানার ওপর জোর দিয়ে বলেছিল, এ যুদ্ধে বেসামরিক লোকজন মারা পড়ছে। গত বছরের প্রথম অর্ধের তুলনায় এ বছরের প্রথম অর্ধে মৃত মানুষের সংখ্যা ২৭ শতাংশ কমে এলেও সহিংসতা কমানোর পদক্ষেপ এখনো অপর্যাপ্ত বলে মন্তব্য করেছে জাতিসংঘ। সংস্থাটি আরও জানিয়েছে, বছরের চলমান দ্বিতীয় অর্ধে তালেবান ও অন্য বিদ্রোহী গ্রুপগুলোর তুলনায় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র–সমর্থিত সরকারি বাহিনীর হাতে বেসামরিক লোকজনের মৃত্যুর ঘটনা বেশি ঘটেছে। নিহত ব্যক্তিদের মধ্যে এক-তৃতীয়াংশের মতো শিশু।