পরিচয় ছাত্রদল নেতা, পেশায় ছিনতাইকারী
সিলেট:: আতিকুর রহমান লাভলু। সিলেটের উপশহর এলাকার ছাত্রদল নেতা। একসময় কেন্দ্রীয় ছাত্রদল নেতা নিখোঁজ ইফতেখার হোসেন দিনার গ্রুপের কর্মী ছিলেন। দিনার নিখোঁজ হওয়ার পর সে উপশহর কেন্দ্রীক ছাত্রদলের বিভিন্ন গ্রুপ পরিবর্তন করে। তার পরিচয় ছাত্রদল নেতা হলেও তার মুল পেশা সন্ত্রাস ও ছিনতাই। গত রবিবার জৈন্তাপুরে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত যে ৩ জন আটক হয়েছে তাদের মধ্যে একজন আতিকুর রহমান লাভলু। পুলিশ জানিয়েছে, লাভলু এই ছিনতাইর ঘটনার অন্যতম হোতা। তাকে সাথে নিয়ে পুলিশ অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। সুত্র জানায়, ছাত্রদলে সুবিধা করতে না পেরে প্রায় দেড়-দুই বছর আগে তার এক আত্মীয় যুবলীগ নেতার হাত ধরে খোলস বদলে আওয়ামী লীগের ছদ্মবেশ ধরার চেষ্টা করে। কিন্তু তার পুরনো পেশা চুরী, ছিনতাই, সন্ত্রাসী কর্মকান্ড বাদ দেয়নি। ছাত্রদল করা অবস্থায় একবার সে আগ্নেয়াস্ত্রসহ আটক হয়েছিল। তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বণিক।