পাকিস্তানে পৌঁছেছে শ্রীলঙ্কা, পাচ্ছে রাষ্ট্রপতি পর্যায়ের নিরাপত্তা
bartaadmin
সেপ্টেম্বর ২৫, ২০১৯
পাকিস্তানে পৌঁছেছে শ্রীলঙ্কা, পাচ্ছে রাষ্ট্রপতি পর্যায়ের নিরাপত্তা২০১৯-০৯-২৫T১৯:১৮:১৮+০০:০০
খেলাধুলা, শিরোনাম, সর্বশেষ, সর্বাধিক পঠিত
নিরাপত্তা নিয়ে নানা উৎকণ্ঠা পেছনে ফেলে অবশেষে পাকিস্তান পৌঁছেছে শ্রীলঙ্কার ক্রিকেট দল। গত দশ বছরের মধ্যে বড় দলগুলোর মধ্যে শ্রীলঙ্কাই প্রথম পাকিস্তানের মাটিতে পা রাখল। সফরের আগেই পাকিস্তান প্রতিশ্রুতি দিয়েছিল রাষ্ট্রপতিকে যে ধরণের নিরাপত্তা দেওয়া হয় শ্রীলঙ্কান দলকেও একই পর্যায়ের নিরাপত্তা দেওয়া হবে। সেরকম নিরাপত্তার চাদরেই করাচিতে দানুশ শানাকাদের বরণ করে নিয়েছে পাকিস্তান। এ সফরে পাকিস্তানে দুই সপ্তাহ অবস্থান করবে শ্রীলঙ্কা। করাচিতে ৩ ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে তারা। এরপর চলে যাবে লাহোরে। সেখানে অনুষ্ঠিত হবে টি-টুয়েন্টি সিরিজ। ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের ওপর ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার পর থেকেই পাকিস্তান সফরে যাওয়া বন্ধ করে দেয় বড় দলগুলো। তারপর নিজ দেশে বড় দলগুলোকে নিতে ধারাবাহিকভাবে চেষ্টা করে যায় পিসিবি। সাফল্য আসে এক দশক পর। সেই শ্রীলঙ্কাকে দিয়ে ঘরের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের বন্ধ দরজা খুলতে যাচ্ছে পাকিস্তান। এদিকে করাচি পৌঁছালেও কোন সংবাদ সম্মেলন করেনি লঙ্কানরা। প্রস্তুতি ম্যাচও বাতিল করেছে তারা। মানে কোনরকম প্রস্তুতি ম্যাচ ছাড়াই ওয়ানডে সিরিজ শুরু করবে সফরকারীরা।
সংবাদ টি পড়া হয়েছে :
৭২ বার