সুনামগঞ্জে শিক্ষা উপকরণ ব্যবহার বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
সুনামগঞ্জ :: উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ugdp) এর আওতায় মাধ্যমিক শিক্ষা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকগনের ধারাবাহিক মূল্যায়ন, সৃজনশীল প্রশ্ন পদ্ধতি ও শিক্ষা উপকরণ ব্যবহার করে শ্রেণীকক্ষে বিজ্ঞান বিষয়ে পাঠদান বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সদর উপজেলা হল রুমে এই প্রশিক্ষল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক রঞ্জন পুরকায়স্থ এর সঞ্চালনায় প্রশক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমীন নাহার রুমা, উপজেলা ফ্যাসিলেটটর আব্দুর রব। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন সুভাষ চন্দ্র দাস ও সত্যব্রত চক্রবর্তী। উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত স্থায়ি কমিটির বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় এই প্রশিক্ষণে কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক সহকারি শিক্ষক।