মাহামুদুলের ব্যাটে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় যুবাদের
আগের ম্যাচে মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন মাহামুদুল হাসান। তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সেঞ্চুরির আপেক্ষ মেটিয়ে কিউইদের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মাহামুদুল হাসান অপরাজিত থাকেন ১০৩ রানে। পাঁচ ম্যাচের সিরিজে ৩- তে সিরিজ জিতলো যুবারা। বরাবরের মতো তৃতীয় ওয়ানডেতেও বল হাতে কিউইদের ওপর আধিপত্য বিস্তার করেছেন বোলাররা। টস জেতার পর নিয়ন্ত্রিত বল করে নিউজিল্যান্ডের স্কোরটাকে বেশি বড় হতে দেয়নি অনূর্ধ্ব-১৯ দলের বোলাররা। বাকিরা থিতু না হতে পারলেও কিউইদের ইনিংসটা বড় হয়েছে লেলম্যানের সেঞ্চুরির কল্যাণে। তার অপরাজিত ১১৬ রানের ইনিংসটিই ছিল দলটির সর্বোচ্চ ও একমাত্র দাপুটে ইনিংস। তাতে নিউজিল্যান্ড ৮ উইকেট হারিয়ে তোলে ২২৩ রান।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব, অভিষেক দাস ও হাসান মুরাদ। একটি নিয়েছেন শরিফুল ইসলাম। ২২৪ রানের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশ অবশ্য তৃতীয় ওভারে ওপেনার অনিক সরকারের উইকেটটি হারিয়ে বসেছিল। সেখান থেকে পরিস্থিতি সামাল দিয়ে জয়ের মঞ্চ গড়ে দেয় মাহমুদুল হাসান জয় ও ওপেনার তানজিদ হাসানের জুটি। তানজিদ হাসান জুটি গড়ে ৬৫ রানে ফিরলেও মাহমুদুল জয় অবিচল ছিলেন নিজের লক্ষ্যে। তৌহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলেন। হৃদয় ৫১ রানে অপরাজিত ছিলেন। জয় ৯৫ বলে ১৬টি চার ও ১ ছয়ে অপরাজিত থাকেন ১০৩ রানে। বাংলাদেশ ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ৩৬.৫ ওভারে।