কানাডায় একাধিক স্থায়ী শহীদ মিনারের প্রস্তুতি চলছে
কানাডায় একাধিক স্থায়ী শহীদ মিনার নির্মাণের প্রস্তুতি চলছে। টরন্টোতে নির্মিতব্য স্থায়ী আন্তর্জাতিক মাতৃভাষা সৌধ নির্মাণের লক্ষ্যে সম্প্রতি বিভিন্ন সংগঠন ঐক্যবদ্ধ হয়েছে। অপর দিকে ইউনিপেক প্রদেশের মেনিটোবা শহরের ক্রিকব্রিডজ পার্কে খুব শিগগিরই স্থায়ী শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। ১২ অক্টোবর ভিত্তি প্রস্তর স্থাপনের কথা থাকলেও সেখানে তুষারপাত, ঝড়বৃষ্টির বৈরী আবহাওয়ার জন্য সেই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে মেনিটোবা থেকে হেলাল মহিউদ্দিন জানিয়েছেন। এদিকে ‘টরন্টো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে মনুমেন্ট’-এর সম্প্রতি তহবিল সংগ্রহ সন্ধ্যায় স্বতঃস্ফূর্তভাবে ব্যয়বহুল শহীদ মিনার নির্মাণে অর্থ দিয়ে অবদান রাখার প্রতিশ্রুতি দেন কমিউনিটির রিয়েল এস্টেট ব্যবসায়ী, বিল্ডার, মর্টগেজ ব্যবসায়ী, ব্যরিস্টার, ফ্যাশন হাউজের মালিক, রেস্টুরেন্টের মালিক, মূলধারার এবং স্থানীয় রাজনৈতিক-সামাজিক-সাংগঠনিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিশিষ্ট ব্যক্তিরা।