যুক্তরাজ্যে কন্টেইনার থেকে ৩৯ লাশ উদ্ধার
যুক্তরাজ্যের এসেক্সে একটি কন্টেইনার লরি থেকে ৩৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। এ ঘটনায় ওই লরির চালককে (২৫) গ্রেফতার করা হয়েছে। তিনি নর্দান আয়ারল্যান্ডের নাগরিক। -খবর বিবিসি পুলিশের ধারণা, লরিচালক ওই ব্যক্তিদের হত্যার পর লাশগুলো লরির কন্টেইনারে লুকিয়ে রাখেন। নিহতের মধ্যে ৩৮ জন প্রাপ্তবয়স্ক ও একজন কিশোর। হত্যার সন্দেহে উত্তর আয়ারল্যান্ড থেকে ২৫ বছর বয়সী একজনকে গ্রেফতার করা হয়েছে। ট্রাকটি পাওয়া গেছে ওয়াটারগ্লাড শিল্প পার্কে। পুলিশ জায়গাটি ঘিরে রেখেছে। সেখানে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। পুলিশের প্রধান সুপারইনটেন্ডেন্ট অ্যান্ড্রু মারিনার বলেন, এটা একটি মর্মান্তিক ঘটনা। যেখানে বেশ কিছু লোকের প্রাণহানি ঘটেছে। কী ঘটেছিল, তা জানতে আমাদের তদন্ত চলছে। তিনি বলেন, আমরা মরদেহ শনাক্তে কাজ করছি। তবে এটা একটা দীর্ঘ প্রক্রিয়া হতে পারে বলে আমি ধারনা করছি।