তথ্য অধিকার নিশ্চিত হলে জবাবদিহিতা বৃদ্ধি পাবে:মরতুজা আহমেদ
তাহিরপুর: প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমেদ বলেছেন,তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরনের লক্ষ্যেই তথ্য অধিকার আইন ২০০৯ প্রনীত হয়েছে। সংবিধান মতে যেহেতু জনগন প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক, সেহেতু জনগণের ক্ষমতায়নে জন্য তথ্য অধিকার নিশ্চিত করা অত্যাবশ্যক। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে সরকারি,স্বায়ত্বশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশী অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে,দুর্নীতি হ্রাস পাবে ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। শনিবার সকাল ১১টায় তাহিরপুর উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ ও জন অবহিতকরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মুনতাসির হাসান পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য কমিশনের সহকারি পরিচালক শাহাদত হোসেন,সহকারি প্রোগ্রামার খান মোয়াজ্জেম হোসেন। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আব্দুছ ছোবহান আখঞ্জী,প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমুখ।