মানবপাচারের অভিযোগে ব্রাজিলে ৭ বাংলাদেশি আটক
মানবপাচারের অভিযোগে এক ব্যবসায়ীসহ ৭ বাংলাদেশিকে আটক করেছে ব্রাজিলের পুলিশ। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের সীমান্ত বাহিনীর যৌথ অভিযানে এদের আটক করা হয়। আটককৃতরা হলেন- সাইফুল্লাহ আল মামুন, সাইফুল, তামুর, নজরুল, ইরফান, নিজাম ও বুলবুল। এক বিবৃতিতে মার্কিন বিচার বিভাগ জানায়, দুদেশের বাহিনীর সমন্বিত অভিযানে মানবপাচার চক্রদের ধরতে সক্ষম হয় ব্রাজিল পুলিশ। এর মধ্যে সাইফুল্লাহর বিরুদ্ধে টেক্সাসের আদালতে মানবপাচার ও ষড়যন্ত্রের ৮ অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়, মানবপাচারকারীদের সাহায্যে পেরু, নিকারাগুয়া, কলম্বিয়া, পানামাসহ কয়েকটি দেশের বাসিন্দাদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশে সহায়তা দেন মামুন। ব্রাজিলের সাও পাওলোতে মামুনের একটি মুদি দোকান ও পর্যটন সংস্থা আছে।