জামালগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান: ১২ ব্যবসায়ীকে জরিমানা
দিল আহমদ, জামালগঞ্জ: জামালগঞ্জ উপজেলায় সাচনা ও জামালগঞ্জ বাজারে বৃহস্পতিবার ১১ ঘটিকায় চাল-আটাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করায় ১২ ব্যবসায়ীকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট। জরিমানা প্রাপ্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- জামালগঞ্জ বাজারের ভাই ভাই ট্রেডার্স ২ হাজার, সাচনা বাজারের সাথী গ্রোসারী এন্ড কনফেকশনারী ২ হাজার, সাথী এন্টার প্রাইজ ২ হাজার, ইব্রাহিম এন্টারপ্রাইজ ১ হাজার, দূর্জয় ষ্টোর ২ হাজার, মের্সাস নয়ন ষ্টোর ৫ হাজার, পিয়েস ষ্টোর ১ হাজার, মের্সাস জয় কালী ভান্ডার ২ হাজার, মের্সাস জয় ষ্টোর ৫ হাজার, পিয়াস ষ্টোর ৫ হাজার, মের্সাস জুবায়েদ ষ্টোর ৫ হাজার, গৌরাঙ্গ ট্রেডার্স ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, এস আই সাইফুল্লাহ আকন্দ ও সঙ্গীয় ফোর্স। গত বুধবার ব্যবসায়ীদের সাথে প্রশাসন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে জরুরী বৈঠক করলেও উপজেলার বিভিন্ন হাট বাজরে কিছু অসাধু ব্যবসায়ী মানুষের অসহায়ত্বের সুযোগে কৃত্রিম সংকট তৈরী করে চড়া দামে ভোগ্যপণ্য বিক্রি করছেন। এমন অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেট প্রসূন কুমার চক্রবর্তী দুর্গত এলাকার বাজার নিয়ন্ত্রনে চাল-আটা সহ দ্রব্য মূল্যের দাম স্থিতিশীল রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। উপজেলার প্রত্যেকটি বাজারে পুলিশ প্রশাসনের মনিটরিং জুরদার করার দাবী জানাচ্ছেন ভোক্তভোগীরা।