বার্তা ডেক্সঃঃগেল বছর ইংল্যান্ড বিশ্বকাপেই মাঠের ক্রিকেটকে বিদায় জানানোর কথা ছিল মাশরাফি বিন মুর্তজার। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তবে গুঞ্জন ছিল দেশের মাটিতে ওয়ানডে অধিনায়কে বিদায় জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গেল বছর কোনো আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ ছিল না। তাই ধারণা করা হচ্ছিল এই বছর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজেই শেষ হবে দেশসেরা এই অধিনায়কের ক্যারিয়ার।  জিম্বাবুয়ে দল চলে এসেছে। ১লা মার্চ সিলেটে শুরু হবে ওয়ানডে সিরিজ। তাই মাশরাফির অবসর নিয়ে শুরু হয়েছে  ফের জল্পনা-কল্পনা। কিন্তু ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এখনো জানেন না মাশরাফি আসন্ন ওয়ানডে সিরিজে খেলবেন কিনা! গতকাল দৈনিক মানবজমিনকে প্রধান নির্বাচক বলেন, ‘আমাদের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করতে হবে।

কিন্তু সত্যি কথা বলতে কি এখনো জানিই না যে ওয়ানডে অধিনায়ক মাশরাফি খেলবে কিনা! আমাদের দল সাজাতে সমস্যাও হচ্ছে। এমনটা হওয়া উচিত নয়। আর ও (মাশরাফি) তো কোনো কিছুতেই খেলছে না যে আমরা বুঝবো ও ফিট আছে কিনা। ওর কোনো ফিজিও বা চিকিৎসকের রিপোর্টও নেই আমাদের হাতে। দ্রুত জানানো উচিত ও খেলবে কি না? তাহলে নির্বাচকদের কাজে সুবিধা হয়।’ বেশ কিছুদিন ধরেই বিসিবির একাডেমির জিমে আসছেন মাশরাফি বিন মুর্তজা। রুটিন জিম করছেন। তবে আকরাম খান বলেন, ‘মাশরাফি খেলবে কি না আমাদেরকে কিছুই অফিসিয়ালি জানায়নি। তবে যতটা জানি আমাদের বোর্ড সভাপতির সঙ্গে মাশরাফির আলোচনা হবে। এর পর সিদ্ধান্ত নেয়া হবে। আমরা চাইছি, দুই তিন দিনের মধ্যে যেন ওর খেলা না খেলার বিষয়টি জানতে পারি। তা না হলে আমাদের ওয়ানডে দল ঘোষণা করতে সমস্যা হবে। সেটি আমরা চাই না।’
বঙ্গবন্ধু বিপিএলে হাতে চোট পেয়েছিলেন মাশরাফি। ১৪টি সেলাইও লেগেছিল হাতে। তাই প্রশ্ন বর্তমানে তিনি কতটা ফিট! এই বিষয়ে বিসিবির চিকিৎসকও দেবাশিষ চৌধুরীও আছেন অন্ধকারে। দেবাশিষ বলেন, ‘অনেক দিন হলো মাশরাফির সঙ্গে যোগযোগ নেই। তাই ওর বিষয়ে তেমন কিছু বলতে পারছি না। ওকে নিয়ে ফিজিওর কোন রিপোর্টও নেই আমাদের কাছে। তবে শুনেছি বোলিং শুরু করবে।’ আর মিনহাজুল আবেদিন মাশরাফির ম্যাচ ফিটনেস নিয়েও আছেন চিন্তায়। তিনি বলেন, ‘ওর (মাশরাফি) কোনো ধরনের তথ্য না থাকাটা আমাদের জন্য বিব্রতকর। আমার বড় চিন্তা ও তো কোনো ধরনের খেলাতেই নেই। তাই ওর ম্যাচ ফিটনেসটাওতো আমরা জানি না।’
এখন পর্যন্ত মাশরাফি বিন মুর্তজা দেশের হয়ে খেলেছেন ২১৭ ওয়ানডে ম্যাচ। সবশেষ তিনি খেলেছেন ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপে। তখন থেকেই তার অবসরের আলোচনা তুঙ্গে। বিসিবি সভাপতিও জানিয়েছেন মাশরাফির জন্য এমন বিদায় অনুষ্ঠান আয়োজন হবে যা কারো জন্যই হয়নি। মাশরাফির বেশ কিছুদিন ধরে মাঠে আসা বা অনুশীলন করা ইঙ্গিত দিচ্ছে তিনি খেলবেন হয়তো। আবার কয়েকটি সূত্রের দাবি শেষ পর্যন্ত তিনি এই সিরিজে নাও খেলতে পারেন। যদি সেটি হয় তাহলে তার অবসরের বিষয়টি পিছিয়ে  যেতে পারে আরো অনেকটা সময়। তিনি না খেললে বিসিবিকে বিকল্প অধিনায়কও ঘোষণা করতে হবে। সব মিলয়ে মাশরাফিকে নিয়ে ফের ধূম্রজালে বিসিবি ও ক্রিকেট ভক্তরা!

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn