ভারতে মসজিদে আগুন দিয়ে মুসলমানদের কলিজায় আঘাত করা হয়েছে: জাহেদ
বার্তা ডেক্সঃঃবাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা আখতার হোসাইন জাহেদ বলেছেন, ভারতের দিল্লীতে মুসলমানদের উপর উগ্র হিন্দুত্ববাদীদের হামলা ইতিহাসের জঘন্যতম কাজ।মুসলমানদের ইবাদতের পবিত্র ঘর মসজিদে আগুন এবং নিরীহ মুসলমানদের পুড়িয়ে হত্যা করে মুসলমান জাতির হৃদয়ে চরম আঘাত করা হয়েছে। বিশেষ করে ভারতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের উপস্থিতিতে মুসলমানদের উপর হামলা এবং মসজিদে আগুন দিয়ে তারা জানান দিলো যে মুসলমানদের বিরুদ্ধে বিশ্ব কাফির মুরতাদরা ঐক্যবদ্ধ। আমরা এ ন্যক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তিনি বৃহস্পতিবার, দুপুরে সিলেট হোটেল ফার্মিস গার্ডেনে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সরকারি আলিয়া মাদরাসা শাখার উদ্যোগে ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। আলিয়া মাদরাসা শাখা সভাপতি মো. আশিকুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাওছার হামিদ সাজুর সঞ্চালনায় সেমিনারে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি আলিয়া মাদরাসার সহযোগী অধ্যাপক জনাব মাওলানা মো. আব্দুল মোছাব্বির, সিলেট (পশ্চিম) জেলা সভাপতি শেখ আলী হায়দার, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেটের সভাপতি মাসরুর হাসান জাফরী, সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক এস.এম মনোয়ার হোসেন, সহ প্রচার সম্পাদক সম্পাদক হোসাইন আহমদ, অফিস সম্পাদক শামছ উদ্দীন, ফেঞ্চুগঞ্জ উপজেলা সহ সভাপতি জাহাঙ্গীর আলম মুজাহিদ, ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক সুমন, ৮ নং ওয়ার্ড সাবেক সভাপতি দেলওয়ার হোসাইন, ৭ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম মুন্না, ফেঞ্চুগঞ্জ স্টুডেন্টস ফোরাম এমসি কলেজের সাধারণ সম্পাদক জামিল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আবুল লেইস।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সহ সভাপতি আবুল কাশেম রাছেল, দেলওয়ার হোসেন, হাসান ওয়াজিদ, সহ সাধারণ সম্পাদক মো. আফজল হোসেন, সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাইয়ুম, আব্দুল্লাহ আল মাওছুফ, প্রচার সম্পাদক মো.ইমাদ উদ্দীন, সহ প্রচার সম্পাদক মো.আবু তাহের, অর্থ সম্পাদক মো. আরিফ উদ্দিন, অফিস সম্পাদক মো.মাছুম বিল্লাহ, সহ অফিস সম্পাদক মো.এবাদুল হক, সহ শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মো. আল আমিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো.নাজমুল হক, সদস্য লোকমান সাদী, জাহেদ আহমদ, নাছিম রাব্বানী, আমিনুল ইসলাম, আমির হোসাইন সাদী প্রমুখ।