জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত
জগন্নাথপুর :: জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়াকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ ৬ মাসের স্থগিত করা হয়েছে। রবিবার হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেন। চেয়ারম্যান আরশ মিয়ার পক্ষের আইনজীবি ব্যারিস্টার ইদ্রিছুর রহমান ও হারুন আল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করে বলেন, হাইকোর্টের একটি বেঞ্চ সাময়িকভাবে বরখাস্তের আদেশের বিপক্ষে ৬ মাসের জন্য স্থগিতাদেশের আদেশ দিয়েছেন এবং কেন সাময়িক বহিষ্কার আদেশ অবৈধ ঘোষণা করা হবে না মর্মে রুল জারি করেছেন। চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের (সাময়িক বরখাস্ত) চেয়ারম্যান আরশ মিয়া জানান, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিল যার প্রেক্ষিতে ভূল তথ্য দিয়ে প্রতিবেদনের আলোকে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়। এ আদেশের বিরুদ্ধে আমি মহামান্য হাইকোর্টের শরণাপন্ন হলে আদালত ছয় মাসের স্থগিতাদেশ দেন। এখন থেকে দায়িত্ব গ্রহণে আর কোনো বাঁধা নেই।
প্রসঙ্গত, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়ার বিরুদ্ধে দায়িত্বপালনে চরম গাফিলতি, সরকারি অনুমতি ছাড়া বিদেশ গমণসহ অনিয়মের অভিযোগে গত ২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের ইপ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ ইখতিয়ার আহমদের সাক্ষরিত পত্রে ইউপি চেয়ারম্যানকে সাময়িকভারে বরখাস্ত করা হয়।