একাদশে ভর্তি শুরু ৬ জুন
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল এ মাসেই প্রকাশ করা হবে। এ কারণে করোনাভাইরাসের কারণে ঘোষিত সরকারি ছুটির মধ্যেও কাজ করে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো। ঈদের আগে বা পরে এ ফলাফল প্রকাশের করা হবে। ফল প্রকাশের পর ৬ জুন থেকে অনলাইনে একাদশে ভর্তি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। মঙ্গলবার (১২ মে) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, এসএসসি ও সমমান পরীক্ষার ফল চলতি মাসের শেষ নাগাদ প্রকাশ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন আর রশিদ বলেন, আগামী ৬ জুন থেকে ভর্তি কার্যক্রম শুরুর পরিকল্পনায় আমরা কাজ করছি। তিনি বলেন, আগামী ১৬ আগস্ট ক্লাস শুরুর সময় নির্ণয় করে ৬ জুন থেকে ভর্তি কার্যক্রম শুরু করা হবে। চলবে ২৪ জুলাই পর্যন্ত। অনলাইনে এ কার্যক্রম পরিচালিত হবে বলে জানান অধ্যাপক হারুন।
সূত্র আরও জানায়, ২০২০-২১ শিক্ষাবর্ষের অনলাইনে একাদশ শ্রেণির প্রথম ধাপের ভর্তি আবেদন আগামী ৬ থেকে ১৬ জুন পর্যন্ত গ্রহণ করা হবে। ২৩ থেকে ২৭ জুন যাচাই-বাছাই, আপত্তি ও নিষ্পত্তি কার্যক্রম চলবে। ৫ জুলাই প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে। তবে পুনঃনিরীক্ষায় এসএসসি পরীক্ষার ফল পরিবর্তনকারীদের প্রথম ধাপে আবেদন করার সুযোগ দেয়া হবে।