‘আমরা শংকিত হবো না, মনে সাহস রাখতে হবে’
নওফেল বলেন, নানান সুরক্ষা ব্যবস্থা থাকার পরও আমরা জানি ব্রিটিশ প্রধানমন্ত্রীরও করোনা হয়েছে, তাদের দেশের যুবরাজেরও হয়েছে, রাশিয়ার প্রধানমন্ত্রীরও হয়েছে। আরো অনেক মানুষের হয়েছে। ধনী, গরিব, ধর্ম, বর্ণ কেউ বিশেষআনুকূল্য পাচ্ছেন না। সুতরাং এই কোভিড ১৯ নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে। এই সংক্রমণে আমরা শংকিত যেন না হই। দেশের এই পরিস্থিতিতে মানসিকভাবে দুর্বল না হতে বলেছেন উপমন্ত্রী। তিনি লিখেছেন, কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- সংক্রমিতদের প্রতি আমাদের মানবিক হতে, আর সংক্রমণ হলে মনে সাহস রাখতে। তাই আমরা সচেতন থাকবো, শংকিত হবো না, মনে সাহস রাখতে হবে। করোনাভাইরাস দীর্ঘ সময় থাকতে পারে আশঙ্কা প্রকাশ করে নওফেল বলেন, ভাইরাস কোথাও হঠাৎ উধাও হয়ে যাবে না। এটি থাকবে, আরো অনেক দিন থাকবে, সংক্রমণের হার কমবে, বাড়বে। এর মধ্যেই আমাদের বেঁচে থাকতে হবে। আমাদের পরিবার নয় শুধু, সমগ্র দেশের সবার জন্য দোয়া করবেন। মানুষের জীবিকা ও জীবন দুটোই যেন রক্ষা পায়। মঙ্গলবার (১২ মে) বিকেলে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে উপমন্ত্রী নওফেল, তার স্ত্রী, সন্তান, গাড়িচালক, গাণম্যান, ছোট ভাইয়ের স্ত্রী, নবজাতক সন্তান, শ্বশুর-শাশুড়িসহ পরিবারের ১২ সদস্যের করোনা নেগেটিভ এসেছে। অর্থাৎ তারা করোনা আক্রান্ত হননি। কিন্তু চারজনের করোনা পজেটিভ আসে।