লকডাউনে রাস্তায় ঝগড়া, পুলিশের গুলিতে নিহত দুই ভাই
করোনা মহামারিতে ভারতজুড়ে চলছে লকডাউন। আর এর মধ্যে রাস্তায় ঝগড়া ঠেকাতে গিয়ে এলোপাতাড়ি গুলি চালান এক পুলিশ সদস্য। এ ঘটনায় নিহত হয়েছেন সুমন্ত ও অরূপ নামে দুই ভাই। পলাতক আছেন ওই পুলিশ সদস্য। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ তাদের এক প্রতিবেদনে বলেছে, উত্তর ২৪ পরগনার আমডাঙার বাসিন্দা দুই সুমন্ত মণ্ডল ও অরূপ মণ্ডল। তাদের মধ্যে বেশিরভাগ সময় বিবাদ লেগে থাকতো। শুক্রবার রাতে তাদের বিবাদ লাগে যা এক পর্যায়ে হাতাহাতিকে রূপ নেয়। ঝগড়া থামাতে সন্তোষ পাত্র নামে এক পুলিশ সদস্য সেখানে উপস্থিত হন। এক পর্যায়ে তিনি এলোপাত্ড়ি গুলি চালান। এতে সুমন্ত ও অরূপসহ তিনজন গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে সুমন্ত ও অরূপকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। অপরজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনার তদন্ত করছে পুলিশ। তবে পলাতক রয়েছেন সন্তোষ পাত্র নামে ওই পুলিশ সদস্য। এদিকে, শনিবার সকালে স্থানীয় বিজেপি সাংসদ অর্জুন সিং ওই এলাকায় ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। ফলে সেখানে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে গ্রামবাসীদের সহায়তায় গ্রামে ঢোকেন অর্জুন সিং। অর্জুন বলেন, এই ঘটনার কীভাবে ব্যাখ্যা করব! পুলিশ আবার আমাকেই ঢুকতে বাধা দিচ্ছে। অভিযুক্তকে তাড়াতাড়ি গ্রেপ্তার করার দাবি করেন তিনি।