আসছে ফারুকীর দ্বিতীয় ইংরেজি ছবি, প্রযোজক তিশা
বার্তা ডেস্ক :গেলো বছর নভেম্বর ও ডিসেম্বর মাস মিলিয়ে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার আন্তর্জাতিক ভাষার প্রথম সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’-এর শুটিং করেন। তারমধ্যেই পাওয়া গেল এই পরিচালকের আন্তর্জাতিক ভাষার দ্বিতীয় চলচ্চিত্রের খোঁজ। নতুন এ ছবির ঘোষণা ফারুকী নিজে দেননি। ‘এশিয়ান প্রজেক্ট মার্কেট’ সোমবার তাদের ওয়েব সাইটে চলতি বছরের নির্বাচিত ২০টি ছবির নাম ঘোষণা করে। সেখানেই দেখা যায় ফারুকী পরিচালিত ‘এ বার্নিং কোয়েশ্চেন’ এর নাম। নতুন এই ছবিটির পুরো আয়োজন, ভাষা, গল্প- সবই আমেরিকার। এতে সহ-প্রযোজক হিসেবে আছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও আমেরিকান প্রযোজক শ্রীহরি সাঠে। এটি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ প্রযোজিত ছবি হতে যাচ্ছে বলে জানিয়েছেন ফারুকী। এ নিয়ে ফারুকী বলেন, ইংরেজি ভাষায় নির্মিতব্য এটি আমার দ্বিতীয় ছবি, যার সমস্ত আয়োজনই হবে আমেরিকায়। ভাষা এবং গল্পের সেটিংও আমেরিকান। যে ছবিটি মেইনস্ট্রিম আমেরিকান বিষয় ডিল করবে।