ছাতক সিমেন্ট ফ্যাক্টরির দুই এমডিসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
ছাতক : ছাতক সিমেন্ট ফ্যাক্টরির সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে সিলেট দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়। সম্প্রতি একজন ডিলার ও ছাতক সিমেন্ট ফ্যাক্টরির ৪জন কর্মকর্তার বিরুদ্ধে এক কোটি ৬০ লক্ষ ৯৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সুনামগঞ্জ স্পেশাল আদালতে এ চার্জশিট দাখিল করা হয়। সূত্রে জানা যায়, ছাতক সিমেন্ট ফ্যাক্টরির ডিলার মো. রুবেল মিয়া দুই কোটি টাকার ভূয়া ব্যাংক গ্যারান্টি দিয়ে ২১৭৫ মেট্রিক টন সিমেন্ট উত্তোলন করেন। যার বাজার মূল্য এক কোটি ৬০ লক্ষ ৯৫ হাজার টাকা। এতে ওই ডিলারসহ ছাতক সিমেন্ট ফ্যাক্টরির ৫ জনের পারস্পরিক যোগসাজশের অভিযোগ উঠে। এ ঘটনায় দুদকের তদন্তে ঐ ফ্যাক্টরির সাবেক ব্যবস্থাপনা পরিচালক নেপাল কৃষ্ণ হাওলাদার ও কাজী রুহুল আমীন, উপমহাব্যবস্থাপক মোঃ আব্দুল বারী ও উপ-প্রধান হিসাব রক্ষক মোঃ সিরাজুল ইসলামের সংশ্লিষ্টতা পাওয়া যায়। পরে দুদক সমন্বিত জেলা কার্যালয় সিলেটের সহকারী পরিচালক মোঃ ইসমাইল হোসেন অভিযুক্তদের বিরুদ্ধে সুনমাগঞ্জের বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। উল্লেখ্য, এক কোটি ৬০ লক্ষ ৯৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত ছাতক থানায় মামলা নং ১৭/২০১৮।