আজ মাঠে গড়াচ্ছে আইপিএল, সাংবাদিকদের প্রবেশ নিষেধ
শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় মরুরাজ্যের মাঠে গড়াচ্ছে ভারতের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলের প্রথম ম্যাচ। করোনার কারণে কোনো উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না। দেখা মিলবে না চিয়ারগার্লদের। এছাড়া একই কারণে মাঠে দেখা যাবে না ক্রীড়া সাংবাদিকদেরও। এবারের আইপিএলে মিডিয়াকর্মীদের প্রবেশাধিকার দেয়া হয়নি। ফলে অনলাইনে প্রেস কনফারেন্সের মাধ্যমেই জানানো হবে সব খবর। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়ে দেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে এবার আরব আমিরাতে রুদ্ধদ্বার স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে আইপিএল -২০২০। স্বাস্থ্য নিরাপত্তার কথা মাথায় রেখে পুরো টুর্নামেন্ট জুড়ে সংবাদমাধ্যমের কোনো প্রবেশাধিকার থাকছে না। প্রেস বক্সে সংবাদকর্মীদের উপস্থিতির অনুমতি দেয়া হবে না। কোনো দলের প্র্যাকটিস সেশনের ক্ষেত্রেও এ নির্দেশনা বহাল থাকবে।’ এমনটি ঘটলে আইপিএলের ইতিহাসে এবারই প্রথমবারের মতো আনুষ্ঠানিক কোনো প্রি-ম্যাচ কনফারেন্স থাকবে না। তবে প্রতি ম্যাচের পর অনলাইনের মাধ্যমে পোস্ট ম্যাচ কনফারেন্স করা হবে। ভার্চুয়াল প্রেস কনফারেন্সেই প্রশ্ন করতে পারবেন সাংবাদিকরা। তবে শুধু আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দৈনিক গালফ নিউজই যে কোনো ধরনের অফিসিয়াল আপডেট দিতে পারবে। মিডিয়ায় ব্যবহারের জন্য বিসিসিআইয়ের পক্ষ থেকেই প্রতি ম্যাচের জন্য ৩৫টি করে ছবি ছাড়া হবে । সেসব ছবি বিসিসিআইয়ের ক্রেডিটে প্রকাশ করতে পারবে সংবাদমাধ্যমগুলো।