র্যাংকিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলল বাংলাদেশ
বার্তা ডেস্ক: শ্রীলঙ্কাকে ঘিরে দুঃসংবাদ, শ্রীলঙ্কাকে ঘিরেই সুসংবাদ। পুরুষ দলের ক্রিকেটাররা শ্রীলঙ্কা সফরের জন্য ঘাম ঝরানো প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময়ে সফর স্থগিত হয়ে গেল। বাধ্য হয়েই এখন নিজেদের মধ্যে ব্যাট-বলের প্রস্তুতি চালাচ্ছেন মুশফিক-তামিমরা। সফর স্থগিত হওয়ার দুঃসংবাদ যখন মানিয়ে নেয়ার চেষ্টায় পুরুষ দল, তখন এই শ্রীলঙ্কাকে ঘিরেই একটি সুসংবাদ পেল নারী ক্রিকেট দল। আইসিসির সর্বশেষ ওয়ানডে র্যাংকিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে আট নম্বরে ওঠে এসেছেন সালমা-জাহানারারা। এশিয়া কাপজয়ী বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৬১। নয়ে নেমে যাওয়া শ্রীলঙ্কা অনেকটাই পিছিয়ে গেছে, তাদের রেটিং ৪৭। বাংলাদেশের ঠিক ওপরে থাকা পাকিস্তান অবশ্য বেশ দূরত্বে। ৭৭ পয়েন্ট নিয়ে সাতে আছে দলটি। ওয়ানডেতে বরাবরের মতোই শীর্ষে আছে অস্ট্রেলিয়া। ১৬০ রেটিং পয়েন্ট নিয়ে রীতিমতো ধরাছোঁয়ার বাইরে তারা। ১২১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ভারত, ১১৯ পয়েন্ট নিয়ে তিনে আছে ইংল্যান্ড। বাংলাদেশের মতো র্যাংকিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে ১০৭ রেটিং পয়েন্টধারী দক্ষিণ আফ্রিকারও। ৯৪ রেটিংয়ের নিউজিল্যান্ডকে হটিয়ে পাঁচ নম্বরে ওঠে এসেছে তারা। আর সেরা দশের একদম শেষ দল হিসেবে আছে আয়ারল্যান্ড।