সুনামগঞ্জে::সুনামগঞ্জে ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং করেছে সিভিল সার্জন কার্যালয়। শুক্রবার (০২ অক্টোবর) সকালে সুনামগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের হলরুমে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ওমর ফারুকের পরিচালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহজাহান চৌধুরী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী প্রমুখ। এ সময় সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, সুনামগঞ্জ জেলা হাওর প্রধান জেলা। এখানে কিছু কিছু জায়গা রয়েছে যে গুলো অনেক দুর্গম সেই জায়গা গুলোতে স্বাস্থ্য সেবা পৌছানো অনেক কঠিন। তারপরও আমরা চেষ্ঠা করি ঐ সকল জায়গা গুলো সেবা পৌছে দেয়ার জন্য। স্বাস্থ্য সেবার মান উন্নয়নে কাজ করছে সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগ। এ জন্য প্রয়োজন সকলের সম্মিলিত সহযোগিতা। সুনামগঞ্জের ৩৬ টি ইউনিয়নকে দুর্গম হিসেবে চিহৃতি করা হয়েছে। সেই গুলোতে নির্ধারিত সময়ের পর আরও চার দিন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চালু থাকবে। ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে এ প্লাস ক্যাম্পেইন। এ বছর সুনামগঞ্জে ৪লক্ষ ৬হাজার ৩শ ৩৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn