দুবাইয়ে স্ত্রীর সাথে ফোনালাপের সময় ছুরিকাঘাতে ছাতকের যুবক খুন
ছাতক :: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আলিম উদ্দিন (৩০) নামের এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের বোবরাপুর (দিঘলবন্দ) গ্রামের আব্দুর নুর এর ছেলে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে তার স্ত্রীর সাথে মোবাইল ফোনে আলাপরত অবস্থায়, রুমের অপর বাংলাদেশী যুবকের ছুরির আঘাতে নির্মমভাবে নিহত হন তিনি। জানা গেছে, সিলেটর গোয়াইনঘাট এলাকার দুলাল মিয়া নামের এক যুবকের সাথে একই বাসায় থাকতেন আলিম উদ্দিন। ঘটনার সময় সে (দুলাল মিয়া ) আলিম উদ্দিনের কাছে কিছু টাকা ধার চায়। আলিম উদ্দিন মোবাইল ফোনে ব্যস্ত থাকায় তার কথার উত্তর না দেয়ায় পাশে থাকা ছুরি দিয়ে উপুর্যুপুরি আঘাত করে আহত করে ঘাতক দুলাল মিয়া। পরে ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলিম উদ্দিন। ঘটনার পর থেকেই দুলাল মিয়া পলাতক রয়েছে বলে আলিম উদ্দিনের বাসার অন্য বাসিন্দারা জানিয়েছেন। এদিকে হতদরিদ্র আলিম উদ্দিনের মৃত্যুর খবর পেয়ে তারা বাড়িতে শোকের মাতম চলছে। বারবার মুর্ছা যাচ্ছেন পরিবারের সদস্যরা। একই গ্রামের বাসিন্দা, কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে লাশ দেশে আনার জন্য এবং ঘাতকের শাস্তির জন্য জন্য আরব আমিরাতে বাংলাদেশ হাই কমিশনের সহযোগিতা কামনা করেছেন।