সুনামগঞ্জে সংস্কৃতিকর্মীদের ধর্ষণবিরোধী মশাল মিছিল
সুনামগঞ্জ :: ধর্ষণ, খুন, নারী নিপীড়নের বিরুদ্ধে সুনামগঞ্জে সংস্কৃতিকর্মীদের সপ্তাহব্যাপী প্রতিবাদী অনুষ্ঠানের শেষ দিনে ধর্ষণবিরোধী মশাল মিছিল করেছে সুনামগঞ্জ শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্থানীয় বক পয়েন্টে প্রতিবাদী সমাবেশ শেষে সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির পুরাতন ভবনের সামনে থেকে মসাল মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় সাংস্কৃতিক কর্মীরা গান, কবিতা, নৃত্য পরিবেশন করেন। মিছিলে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, দেওয়ান গিয়াস চৌধুরী, সামির পল্লব, এ আহসান রাজিব, অমিত বর্মন, আব্দুস সালাম মাহবুব, দিপ্বাল ভট্টাচার্য, দুর্জয় দত্ত পুরকায়স্থ, সোহানুর রহমান, মাকসুদুর রহমান দীপু, শর্মি তালুকদার, তাজকিরা হক তাজিন, নাহাত হাসান পোলমী, জিহান জুবায়ের, ইফতেখার সাজ্জাদ পিয়াল, শেখ তাবাসসুম, তাইবা তারান্নুম সিনথিয়া প্রমুখ।